ছুটি বাড়ল ১৬ মে পর্যন্ত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, মে ৪, ২০২০ অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান সাধারণ ছুটি ১৪ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর সঙ্গে যুক্ত হচ্ছে ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটি। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ষষ্ঠ দফায় ছুটি বাড়িয়ে আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ৭ মে থেকে ১৪ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটির সঙ্গে ৬ মে’র বুদ্ধ পূর্ণিমার ছুটি এবং ১৫ ও ১৬ মে’র সাপ্তাহিক ছুটিও যুক্ত হবে। করোনার কারণে সরকার প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে। পরে আরও চার দফায় ছুটি বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়। Share this:FacebookX Related posts: ছুটি বাড়ল ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ছে ১৬ মে পর্যন্ত ১৬ মে পর্যন্ত বন্ধ থাকবে গণপরিবহন বিমানের অনিয়ম ঠেকাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : মাহবুব আলী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ পবিত্র শবে বরাত ৯ এপ্রিল কুড়িগ্রামের সাবেক ডিসিসহ চার কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করোনায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ সদস্যদের জন্য অ্যাম্বুলেন্স চালু তিতাসের ৮ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বিচারকের অপসারণ দাবিতে আইনজীবীদের বিক্ষোভ, এজলাসে তালা দেশের পরিস্থিতি দেখে বলা যায় করোনা নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: ১৬ মে পর্যন্তছুটি বাড়ল