‘নির্বাচিত ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দেওয়া হবে’

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, মে ৪, ২০২০

অনলাইন ডেস্ক : খুব শিগগিরই নির্বাচিত ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের করোনা ভাইরাসের চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি।
সোমবার সকালে রংপুর বিভাগের ৮ জেলার কর্মকর্তা-জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

চিকিৎসক, নার্স, স্বাস্থকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীসহ নিজ দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে কয়েকজন পুলিশ মারা গেছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। অনেকের কবর খুঁড়তেও পুলিশ সহযোগিতা করছে।’

এছাড়াও, যারা মানুষের পাশে দাঁড়িয়েছেন সবাইকে ধন্যবাদ জানান তিনি। কয়েকজন মিডিয়াকর্মী আক্রান্ত হয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তারা নিজেদের সুরক্ষিত রাখবেন।’