‘নির্বাচিত ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দেওয়া হবে’ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, মে ৪, ২০২০ অনলাইন ডেস্ক : খুব শিগগিরই নির্বাচিত ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাদের করোনা ভাইরাসের চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার সকালে রংপুর বিভাগের ৮ জেলার কর্মকর্তা-জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। চিকিৎসক, নার্স, স্বাস্থকর্মী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীসহ নিজ দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে কয়েকজন পুলিশ মারা গেছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। অনেকের কবর খুঁড়তেও পুলিশ সহযোগিতা করছে।’ এছাড়াও, যারা মানুষের পাশে দাঁড়িয়েছেন সবাইকে ধন্যবাদ জানান তিনি। কয়েকজন মিডিয়াকর্মী আক্রান্ত হয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তারা নিজেদের সুরক্ষিত রাখবেন।’ Share this:FacebookX Related posts: অতি বয়স্করা ঘরে থাকুন : আইইডিসিআর করোনা : চিকিৎসায় অস্বীকৃতি জানাতে পারবে না কোনো হাসপাতাল পরিবার পরিকল্পনা অধিদফতরের নতুন ডিজি শাহান আরা আইসিইউতে ভালো ফল পাওয়া যায়নি, ৯ রোগীর ৮ জনেরই মৃত্যু গণস্বাস্থ্য কেন্দ্রের কিট হস্তান্তর করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৭৮৬ জন নতুন শনাক্তের রেকর্ড সারা দেশকে যেসব জোনে ভাগ করার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী ভ্যাকসিনের প্রাথমিক পর্যায় সম্পন্ন: গ্লোবের দাবি স্বাস্থ্য অধিদপ্তরে ১৬৫০ জন নিয়োগ সঠিক সময়ে ভ্যাকসিন পাবে বাংলাদেশ আশ্বস্ত করল ভারত প্রথম ধাপে টিকা পাবেন ৮ দশমিক ৬৮ শংতাশ মানুষ ভ্যাকসিন কবে আসবে জানালেন স্বাস্থ্যমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: 'নির্বাচিত৫ হাজার ৫৪ জননার্স নিয়োগ দেওয়া হবে'