‘কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে’

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মে ৪, ২০২০

অনলাইন ডেস্ক : দেশের অর্থনীতির চাকা সচল ও রোজার কারণে জেলাভিত্তিক ক্ষুদ্র শিল্পসহ কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি সুরক্ষা বজায় রেখে এগুলো চালু রাখতে বলেছেন।

সোমবার সকালে রংপুর বিভাগের ৮ জেলার কর্মকর্তা-জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রোজার মাসে যাতে কেনাবেচা চলতে পারে তার জন্য দোকানপাট খোলা, হাট বাজার চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় জেলাভিত্তিক ক্ষুদ্র শিল্প চালানো যাবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনীতির চাকা যাতে গতিশীল থাকে, সেখানে মানুষকে সুরক্ষিত রেখে, মানুষের স্বাস্থ্যের দিকে নজর রেখে, সেগুলো যেন পরিচালিত হতে পারে।’

করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারিতে সারাবিশ্বে সম্ভাব্য দুর্ভিক্ষের বিষয়ে সবাইকে সর্তক করে কৃষি উৎপাদন বাড়ানো এবং এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখতে সবাইকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।