ভারত থেকে আরও ২২১ বাংলাদেশি দেশে ফিরলেন

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, মে ৪, ২০২০

অনলাইন ডেস্ক : ভারত থেকে দেশে ফিরলেন ২২১ জন আটকে পড়া বাংলাদেশি। রোববার বিকেল ৫টায় বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তারা।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। তৌহিদ বলেন, ‘কলকাতা থেকে ৫৯ ও মুম্বাই থেকে ১৬২ মোট ২২১ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বিকেল ৫টায় আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে।’

এর আগে গতকাল শনিবার ভারতে আটকে পড়া ১৫১ জন বাংলাদেশি দেশে ফেরেন। তাদের নিয়ে বিকেল ৪টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করে।