ধীরে ধীরে সব খুলছে জার্মানি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, মে ৩, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৩ মার্চ থেকে পুরোদমে লকডাউন কার্যকর করে ইউরোপের দেশ জার্মানি। করোনা সংক্রমণ এবং প্রাণহানির চূড়া পেরিয়ে আসায় ধীরে ধীরে অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে শুরু করেছে দেশটি। সর্বশেষ দেশটির গির্জাগুলো পুনরায় চালু করে দেয়া হয়েছে বলে রোববার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত সপ্তাহে জার্মান কর্তৃপক্ষ জানায়, দেশের সব খেলার মাঠ এবং জাদুঘর এবং চিড়িয়াখানার মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় খুলে দেয়া হবে। এসব প্রতিষ্ঠান খুললেও দেশটির হোটেল ও রেস্টুরেন্ট সহসাই চালু হচ্ছে না। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল বলেছেন, আগামী ৬ মে ফেডারেল ও রাজ্য সরকারের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে আতিথেয়তা শিল্প খুলে দেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। তবে স্কুল, শিশুসেবা কেন্দ্র ও খেলাধুলার প্রতিষ্ঠান খুলে দেয়ার বিষয়ে বিধি-বিধান শিথিল করা হবে। জার্মানির সংক্রামক ব্যাধিবিষয়ক প্রতিষ্ঠান রবার্ট কচ ইন্সটিটিউট বলছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৪ জনের প্রাণ কেড়েছে করোনা। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও ৬ হাজার ৬৪৯ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৬৭ এবং মৃত ৬ হাজার ৮১২। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩০ হাজার ৬০০ জন। রয়টার্স। Share this:FacebookX Related posts: চীনে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ একনজরে গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা ট্রাম্পের হুমকির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত মদিনা শরিফে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু লকডাউন-কারফিউ তুলে নিলে অবস্থা হবে ভয়াবহ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সঙ্গে বেঁচে থাকাটাই এখন নিউ নর্মাল: টেড্রোস বিশ্বব্যাপী সুস্থ হয়ে ফিরলেন ৬৪ লক্ষাধিক বিশ্বে প্রথমবার একদিনে দুই লাখ করোনা রোগী শনাক্তের রেকর্ড সৌদির তেল রফতানি কমেছে ৬২ শতাংশ ভারতে করোনায় একদিনে ১২৪৭ জনের মৃত্যু ৬শ বাল্যবিয়ে বন্ধ করতে পেরেছে বাংলাদেশি এই কিশোরী গর্ভপাতকে বৈধতা দিয়ে ঐতিহাসিক আইন পাস হচ্ছে আর্জেন্টিনায় SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: জার্মানিধীরে ধীরেসব খুলছে