আত্রাইয়ে কৃষকের কষ্টের ফসল কেটে বাড়ি পৌচ্ছে দিলেন ছাত্রলীগ

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মে ৩, ২০২০

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে ধান কাটা শ্রমিক সঙ্কটে বিপাকে পড়া নওগাঁর আত্রাইয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগ।

শনিবার উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু’র নেতৃত্বে দল বেঁধে ছাত্রলীগ নেতাকর্মীরা কোলা গ্রামের কৃষক সখিন ফৌজদার এর ১বিঘা জমির ধান কেটে দেন। সকাল ৮টা হতে বেলা ১টা পর্যন্ত ওই কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌছে দেন।

আত্রাই ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান রিংকু জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে এবং আত্রাই-রানীনগরে অভিভাবক, প্রাণপ্রিয় জননেতা ইসরাফিল আলম এপির অনুপ্রেরণায় ও জেলা ছাত্রলীগের নির্দেশনায় আমরা নিজ এলাকার কৃষদের পাশে দাঁড়িয়েছি। কোন কৃষক যদি মনে করেন ধান কাটতে সহযোগিতা লাগবে। আমরা কৃষক এই সহযোগিতা চাইলে ধান কেটে দিতে প্রস্তুত আছি।

এদিকে ছাত্রলীগের এই মহতি উদ্যোগকে সর্বমহলের বেশ প্রশংসিত হয়েছে। তাদের স্বাগত জানিয়েছেন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন এবং সচেতন মহল।