
ভাইস চেয়ারম্যান বলেন, সংবাদ কর্মীরা সব কাজে সবার আগে থাকেন। তারা করোনা সংকটকালেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। কিন্তু এই সংবাদ কর্মীরা কিভাবে চলছে সেই খবর নেয় না কেউ। সেই ভাবনা থেকেই নিজ খরচে সংবাদ কর্মীদের জন্য ১৫০০ ডিম দিয়েছি।
এর আগে তিনি ৬ শতাধিক ব্যক্তির বাড়িতে বাড়িতে গিয়ে ১৮ হাজার ডিম প্রদান করেন।
মানিকগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবলু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।