কঠোর গোপনীয়তায় কিটের মান যাচাইয়ের অনুরোধ গণস্বাস্থ্যের দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, মে ২, ২০২০ অনলাইন ডেস্ক : গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস পরীক্ষার কিটের কার্যকারিতা যাচাইয়ে ৬ সদস্যের কমিটি গঠন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। তবে কমিটিতে কোন কোন বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তা প্রকাশ করবে না কর্তৃপক্ষ। তবে কঠোর গোপনীয়তা বজায় রেখে কিটের মান যাচাই করতে বিএসএমএমইউ-এর প্রতি অনুরোধ জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। শনিবার (২ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গণস্বাস্থ্য থেকে তিন সদস্যের একটি দল তাদের কাছে কিট যাচাইয়ের জন্য প্রয়োজনীয় আবেদনপত্র জমা দিয়েছে। তারা অনুরোধ জানিয়েছে, যেন কঠোর গোপনীয়তা বজায় রেখে কিটের মান যাচাই করা হয়।’ উপাচার্য বলেন, ‘খুব শিগগিরই ছয় সদস্যের কমিটি বসে কিট পরীক্ষা কীভাবে করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তারা ঠিক করবেন কয়দিনের মধ্যে তারা কিটের কার্যকারিতা পরীক্ষা করে রিপোর্ট দিতে পারবেন।’ উল্লেখ্য, গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাসের পরীক্ষার কিট নিয়ে গত বেশ কয়েকদিন যাবত পক্ষে-বিপক্ষে তর্ক বিতর্ক আলোচনা-সমালোচনা চলছে। ওষুধ প্রশাসন অধিদফতর থেকে কিটের কার্যকারিতা পরীক্ষা করা দেখার জন্য দু’দিন আগে অনুমতি দেয়া হয়। Share this:FacebookX Related posts: থার্টিফার্স্ট ঘিরে কঠোর প্রশাসন গণস্বাস্থ্যের কিট হস্তান্তর স্থগিত গণস্বাস্থ্যের টেস্টিং কিট হস্তান্তর আজ গণস্বাস্থ্যের কিট পরীক্ষা শুরু করছে বিএসএমএমইউ গণস্বাস্থ্যের কিটের ট্রায়াল স্থগিত ষাটোর্ধ্বদের পশুর হাটে না যেতে অনুরোধ মেয়র তাপসের অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের অবস্থান কঠোর: কাদের রেলযাত্রীদের কঠোর স্বাস্থ্যবিধি মানার তাগিদ কম্বল পাঠাতে চেয়ে ফের ভারতীয় হাইকমিশনারকে গণস্বাস্থ্যের চিঠি রমজানে ঘরেই তারাবি পড়ুন: প্রধানমন্ত্রী পৃথিবী রক্ষায় বিনিয়োগে টেকসই ভবিষ্যতের প্রতি মনোযোগী হতে হবে করোনায় আরও ২১ জনের মৃত্যু SHARES Matched Content জাতীয় বিষয়: অনুরোধকঠোরকিটের মান যাচাইয়েরগণস্বাস্থ্যেরগোপনীয়তায়