মির্জাগঞ্জে হতদরিদ্র২০০ পরিবারের পাশে যুবদল নেতা শামীম

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মে ২, ২০২০

মেহেদি হাসান মুবিন,মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনা কর্মহীন ও অসহায় হয়ে পড়া হতদরিদ্র ২০০ পরিবারের কাছে নিজস্ব অর্থায়নে খাদ্য সহযোগিত নিয়ে পাশে দাড়ালো পটুয়াখালী জেলা যুবদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক, উপজেলা ছাত্র দলের সাবেক ভারভারপ্রাপ্ত সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এইচ.এম. শামীম।

শনিবার (২ এপ্রিল) তার নিজ গ্রাম উপজেলার ঝাটিবুনিয়া এলাকায় উপহার স্বরুপ খাদ্য সামগ্রী (চাল, আলু-তৈল, ডাল, চিনি, লবন ও চিড়া) বিতরণ করে।

এসময় শামীম বলেন,এই মহামারী অবস্থায় আামার সাধ্য মতো সামান্য উপহার আপনাদের দিলাম।আমার জন্য দোয়া করবেন যাতে যেকোন মহামারী ও দূর্যোগকালীন সময়ে এভাবে আপনাদের থাকতে পারি। আরো উপস্হিত ছিলেন- স্থানীয় ইউপি সদস্য মোঃ ফরিদ উদ্দিন খান,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ প্রমূখ। হতদরিদ্র মানুষগুলো খাদ্য সামগ্রী পেয়ে মহাখুশি।