বর্ষবরণে দেশে কঠোর নিরাপত্তার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯ নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘থার্টি ফাস্ট নাইট উদযাপন উপলক্ষে আগামী ৩১ ডিসেম্বর রাতে খোলা জায়গায় কোনো ধরণের অনুষ্ঠান গ্রাহ্য করা হবে না। এছাড়া আগামী ৩০ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল বার বন্ধ থাকবে।’শনিবার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেছেন, আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা জায়গায় আতশবাজি ফোটানোসহ সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ। এছাড়া ৩১ ডিসেম্বর রাতে নববর্ষ উদযাপনের নামে যদি কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য সরকারের পক্ষ থেকে সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। https://dainiksomoysangbad24.com/news/1179 প্রসঙ্গত, এদিন ‘থার্টিফার্স্ট’ উপলক্ষে রাজধানীসহ সারা দেশে গোয়েন্দা সংস্থা ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩১ ডিসেম্বর রাতে স্টিকার লাগানো যানবাহন ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকায় র্যাব সদস্যদের টহল অব্যাহত থাকবে বলেও তিনি জানান।এছাড়াও ৩১ ডিসেম্বর উপলক্ষে রাজধানীর বারিধারা ও গুলশানসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। Share this:FacebookX Related posts: নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি উত্তরে আবারও আতিকুল, দক্ষিণে তাপস আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল : রিটার্নিং কর্মকর্তা ‘সেনাবাহিনী সবসময় যুগোপযোগী ও আধুনিক থাকবে’ ঢাকার দুই সিটি নির্বাচনে ৩৫ হাজার ইভিএম একনেকে ১৩৬৩৯ কোটি খরচে ৯ প্রকল্প অনুমোদন ওয়াসার পানির মূল্যবৃদ্ধির প্রস্তাব অযৌক্তিক : টিআইবি ১২ মের মধ্যে নবনিযুক্ত চিকিৎসকদের যোগদানের নির্দেশ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধির ধারা বজায় রাখুন : প্রধানমন্ত্রী তীব্র বাতাসে বাংলাদেশের দিকে নিম্নচাপ, মোংলা থেকে ৫৬০ কিমি দূরে নিম্নচাপে দুর্ভোগে উপকূলবাসী প্যারেডে অংশ নিতে ভারতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল SHARES Matched Content জাতীয় বিষয়: বর্ষবরণে দেশে কঠোর নিরাপত্তারস্বরাষ্ট্রমন্ত্রীরহুঁশিয়ারি