যে ওষুধ প্রয়োগে অর্ধেক করোনা রোগী সুস্থ! দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, মে ১, ২০২০ অনলাইন ডেস্ক : করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য আশা জাগানিয়া ওষুধ রেমডেসিভির চলতি মাসের শেষের দিকে অন্তত এক লাখ ৪০ হাজার ডোজ প্রস্তুত হয়ে যাবে জানিয়েছে গিলড সায়েন্স। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২০ সালের মধ্যেই কয়েক মিলিয়ন ডোজ তৈরি করা সম্ভব হবে। এরপরের বছর এটি ব্যাপকহারে উৎপাদন করা সম্ভব হবে। সিএনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওষুধটি পরীক্ষা করার জন্য ৩৯৭ জন করোনা আক্রান্ত রোগীর প্রয়োগ করা হয়। তাতে দেখা গেছে, তাদের অর্ধেকেই সেরে উঠেছে। আক্রান্ত রোগীদেরকে পাঁচদিন রেমডেসিভির দেওয়া হয়। গিলড সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিয়েল ও’ডে বলেন, এই ফলাফলে আমরা খুবই সন্তষ্ট। আমরা মুখিয়ে ছিলাম এই ওষুধ প্রয়োগের ফলে করোনা রোগী কতদিনে সুস্থ হয় তা দেখার জন্য মুখিয়ে ছিলাম। ফলফল জানতে পেরে আমরা অনন্দিত। তিনি আরো বলেন, রোগীরা পাঁচদিন কিংবা ১০ দিন রেমডেসিভির ব্যবহারের ফলে একই ধরনের ফল পাচ্ছে। তাই এই ওষুধ আরো বাজারে আসবে। যুক্তরাষ্ট্রের ন্যঅশনাল ইন্সটিটিউট অব হেলথ জানিয়েছে, ১০৬৩ জন রোগীর ওপর পর্যবেক্ষণ চালিয়ে দেখা গেছে, রেমডেসিভির ডোজ যারা নিয়েছে তারা অন্যভাবে চিকিৎসা নেওয়া রোগীর চেয়ে ৩১ শতাংশ দ্রুত সুস্থ হচ্ছেন। সূত্র : নিউজ ম্যাক্স Share this:FacebookX Related posts: করোনা ভাইরাসের নতুন পরীক্ষা পদ্ধতি: ৫ মিনিটেই মিলবে রিপোর্ট করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের ৭টি নমুনার উন্নয়ন করেছে রাশিয়া করোনার চিকিৎসায় বিনামূল্যে ‘অ্যাভিগান’ দেবে জাপান সাফল্যের দ্বারপ্রান্তে বিজ্ঞান, আজ মানবদেহে প্রয়োগ হচ্ছে করোনাভাইরাসের টিকা করোনার পরীক্ষামূলক ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করোনা ধ্বংসের নতুন উপায় জানালো মার্কিন গবেষকরা ভ্যাকসিন নেয়া সেই নারীর মৃত্যু হয়নি, সুস্থ আছেন করোনার ভ্যাকসিন তৈরি করবে ভারতও করোনা চিকিৎসায় বিস্ময়কর সাফল্য দেখাল যে ওষুধ চূড়ান্ত অনুমোদন: বিশ্বে প্রথম করোনার ভ্যাকসিন তৈরি করল চীন অক্টোবরে মিলবে অক্সফোর্ডের ভ্যাকসিন জনগণের জন্য করোনার ভ্যাকসিন উন্মুক্ত করল রাশিয়া SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: অর্ধেক করোনা রোগী সুস্থ!অর্ধেক করোনা রোগী সুস্থ!যে ওষুধ প্রয়োগেযে ওষুধ প্রয়োগে