যে ওষুধ প্রয়োগে অর্ধেক করোনা রোগী সুস্থ!

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ, মে ১, ২০২০

অনলাইন ডেস্ক : করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য আশা জাগানিয়া ওষুধ রেমডেসিভির চলতি মাসের শেষের দিকে অন্তত এক লাখ ৪০ হাজার ডোজ প্রস্তুত হয়ে যাবে জানিয়েছে গিলড সায়েন্স।

কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, ২০২০ সালের মধ্যেই কয়েক মিলিয়ন ডোজ তৈরি করা সম্ভব হবে। এরপরের বছর এটি ব্যাপকহারে উৎপাদন করা সম্ভব হবে।

সিএনবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ওষুধটি পরীক্ষা করার জন্য ৩৯৭ জন করোনা আক্রান্ত রোগীর প্রয়োগ করা হয়। তাতে দেখা গেছে, তাদের অর্ধেকেই সেরে উঠেছে। আক্রান্ত রোগীদেরকে পাঁচদিন রেমডেসিভির দেওয়া হয়।

গিলড সায়েন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিয়েল ও’ডে বলেন, এই ফলাফলে আমরা খুবই সন্তষ্ট। আমরা মুখিয়ে ছিলাম এই ওষুধ প্রয়োগের ফলে করোনা রোগী কতদিনে সুস্থ হয় তা দেখার জন্য মুখিয়ে ছিলাম। ফলফল জানতে পেরে আমরা অনন্দিত।

তিনি আরো বলেন, রোগীরা পাঁচদিন কিংবা ১০ দিন রেমডেসিভির ব্যবহারের ফলে একই ধরনের ফল পাচ্ছে। তাই এই ওষুধ আরো বাজারে আসবে।

যুক্তরাষ্ট্রের ন্যঅশনাল ইন্সটিটিউট অব হেলথ জানিয়েছে, ১০৬৩ জন রোগীর ওপর পর্যবেক্ষণ চালিয়ে দেখা গেছে, রেমডেসিভির ডোজ যারা নিয়েছে তারা অন্যভাবে চিকিৎসা নেওয়া রোগীর চেয়ে ৩১ শতাংশ দ্রুত সুস্থ হচ্ছেন।

সূত্র : নিউজ ম্যাক্স