গৌরীপুরের শ্যামগঞ্জে অসহায়-দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

কমল সরকার’গৌরীপুর ; মহামারী করোনাকালের সময় এসেছে পবিত্র রমজান। এই রমজানের রহমত, বরকতে, নাজাতের এই মাসে এক কাতারে শামিল হয়েছে সবাই। আপনি কোন ধর্মের, কোন বর্ণের, কোন দলের তা বিবেচ্য নয়। বিবেচ্য শুধু যে মানুষটা পেটের দায়ে জীবনবাজী রেখে রাস্তায় নামতো আজ তারা ঘরবন্দি, বেকার, কর্মহীন। ওদের ক্ষুধা আর্তনাদ অনুধাবন করে’ মানুষ মানুষের জন্যে’-এই স্লোগানকে সামনে রেখে ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ময়মনসিংহের গৌরীপুরের শ্যামগঞ্জবাসি।

তারা মাসব্যাপী এক হাজার দরিদ্র কর্মহীন মানুষকে ইফতার সময়ে খিচুড়ি খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন। আওয়ামীলীগ নেতা ফাইজুল হক শেখরের উদ্যোগে সমাজসেবকদের আর্থিক সহযোগিতায় ১ম রমজান (২৫ এপ্রিল) থেকে শুরু করা হয় খিচুড়ি বিতরণ কর্মসূচী। এ কার্যক্রম চলবে পুরো রমজান মাস। স্থানীয় রেলওয়ে মাঠে মইলাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় আঙ্গিনায় প্রতিদিন বিকেল ৪ টায় এ খিঁচুড়ি বিতরণ করা হয়।

এ কর্মসূচীর উদ্যোক্তা আওয়ামীলীগ নেতা ফাইজুল হক শেখর বলেন- লকডাউনের কবলে পড়ে কর্মহীন পরিবারগুলো খাবারের অভাব দেখা দেয়। সরকারি ও ব্যক্তি পর্যায়ে খাদ্য সহায়তা পেতে দরিদ্র মানুষগুলো ছুটছেন খাদ্যের সন্ধানে। এতে কেউ পাচ্ছেন, আবার কেউ পাচ্ছেন না। আবার অনেকের রান্না করে খাবার তৈরির সামর্থ্য নেই।

এ পরিস্থিতিতে কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে প্রতিদিন একবেলা রান্না করা খিচুড়ি বিতরণের পরিকল্পনা করেন তিনি ও স্থানীয় আওয়ামীলীগ নেতা ফেরদৌস আহমেদ, শিক্ষক তাপস কুমার, সুজন পন্ডিত, মামুনুর রশিদ ও সুশান্ত কুমার রায় তপন।

প্রথমে এ খিচুরি বিতরণ কার্যক্রম শুরু করেন চারজন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচীর ছবি ভাইরাল হলে এতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন শ্যামগঞ্জের শতাধিক সমাজসেবক। স্বেচ্ছাশ্রমে প্রতিদিন স্থানীয় এক হাজার অসহায় মানুষকে রান্না করা খিচুড়ি প্যাকেট করে বিতরণ করছেন আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এতে প্রতিদিন বিকেলে ৭০০ মানুষ শ্যামগঞ্জ রেলওয়ে মাঠে উপস্থিত হয়ে খিচুড়ি প্যাকেট গ্রহন করেন এবং ৩০০ মানুষের ঘরে খিচুড়ি পৌঁছে দেয় স্বেচ্ছাসেবকরা।

সপ্তাহে তারা ৫ দিন সবজি খিচুড়ি, ১ দিন চিকেন খিচুড়ি ও ১ দিন ডিম খিচুড়ি বিতরণ করে আসছেন। প্রতিটি প্যাকেটে খিচুড়ির পরিমাণ হচ্ছে ৮শ থেকে ১ হাজার গ্রাম। প্রতিদিন ১ হাজার মানুষের সবজি খিচুড়ি রান্না করতে তাদের খরচ হয় ১০ হাজার টাকা, চিকেন খিচুড়িতে ২৫ হাজার টাকা ও ডিম খিচুড়িতে খরচ হয় ১৬ হাজার টাকা। পুরো রমজান মাস পর্যন্ত তাদের এ কর্মসুচি অব্যহত থাকবে বলে জানান আয়োজকবৃন্দ।