গৌরীপুরে করোনা ভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে রেলওয়ে স্টেশনে বেসিন নির্মান

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০

কমল সরকার”গৌরীপুর : করোনা ভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে ঘনঘন হাতধোয়ার জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে জংশনে স্থায়ী ভাবে বেসিন স্থাপন করা হয়েছে। মঙ্গলবার নতুন নির্মিত বেসিনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মোফাজ্জল হোসেন খান।

তিনি এ সময় শ্রমজীবী ও পথচারীদের উদ্দেশ্যে বলেন, বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাইকে বারবার কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধুতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান’ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোস্তাকীম প্রমুখ।