গৌরীপুর শ্যামগঞ্জের লাল বাহিনী করোনা যুদ্ধের এক অন্যন্য মাইল ফলক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০ কমল সরকার’গৌরীপুর : বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারী শুরুর কাল থেকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ এলাকাকে সুরক্ষিত রাখতে (২৮ মার্চ ) শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোবিন্দ বণিক নিজ উদ্যোগে এদল তরুনদের নিয়ে লাল বাহিনী গঠন করে শুরু করেন শ্যামগঞ্জ বাজারে জীবাণুনাশক স্প্রে ছিটানো কার্যক্রম। পরবর্তীতে এই কার্যক্রমটিকে চলমান রাখতে শ্যামগঞ্জের কৃতি সন্তান অতিরিক্ত পুলিশ সুপার আজহারুল ইসলাম মুকুল আর্থিক সহায়তা করেন। সাহায্য সহযোগিতায় এগিয়ে আসেন ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে অবস্থানরত শ্যামগঞ্জের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা,সচেতন দায়িত্বশীল ব্যক্তিবর্গ’ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও এলাকার উদ্যমী তরুণগন। তাদের ঐকান্তিক সমর্থন ও সক্রিয় সহযোগিতায় লালবাহিনী কর্তৃক এ কার্যক্রমটি ব্যাপক গতি লাভ করে। প্রথম পর্যায়য়ে শ্যামগঞ্জ এলাকা দশটি ভাগে ভাগ করে পুরো এলাকাকে জীবাণুমুক্ত করে একদল তরুনদের দিয়ে গঠিত এ লাল বাহিনী। করোনার পরিবর্তিত পরিস্থিতিতে অধিকতর সুরক্ষা সামগ্রী সহযোগে দ্বিতীয় পর্যায়ে উক্ত কার্যক্রমটি পুনরায় শুরু হয় ১৮ এপ্রিল, যা অদ্যাবধি চলমান রয়েছে। ইতিমধ্যেই এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন ময়মনসিংহ জেলা প্রশাসক। পরবর্তীতে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা’ গৌরীপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা সেঁজুতি ধর কার্যক্রমটি সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ও অনুপ্রাণিত করেন। চলমান কার্যক্রমের প্রশংসা করে ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান তার ফেসবুক পেইজে লিখেছেন——ভাল কাজ করার জন্য প্রয়োজন আন্তরিকতা, প্রতিজ্ঞা,দেশপ্রেম ও টিমওয়ার্ক। মানবসেবা মুলক উল্লেখিত কাজের জন্য আমরা সকলকে অভিনন্দন জানাই। তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি। বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম অসংখ্য গোবিন্দ বনিক, যারা ইচ্ছা শক্তি ও আন্তরিকতা দিয়ে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছেন অকাতরে। আশাকরি আমরা সবাই এ রকম মানুষদের খুঁজে বের করবো এবং তাদেরকে প্রয়োজনীয় সামাজিক স্বীকৃতি প্রদান করবো । Share this:FacebookX Related posts: গৌরীপুর পৌরসভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গৌরীপুরে পৌর মেয়র সৈয়দ রফিকের মতবিনিময় গৌরীপুরে তিথী হত্যার বিচারের দাবিতে আইডিয়াল কিন্ডার গার্টেনের বিক্ষোভ গৌরীপুরে শিশু ছেলের সাথে খেলা নিয়ে ঝগড়া, প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার গৌরীপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭ চার শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গৌরীপুর এসএসসি ৯৫ ব্যাচের মানববন্ধন গৌরীপুর কাঁচা বাজার সমিতি গঠিত গৌরীপুর সরকারী কলেজ অভ্যন্তরে প্রাচীন স্থাপনা না ভাঙ্গার দাবী গৌরীপুর ডৌহাখলা ইউনিয়নে ২১১জন অসহায়দের মাঝে ভাতাবহি বিতরণ গৌরীপুর বিদ্যুত অফিসে অগ্নিদগ্ধ বিদ্যুৎকর্মী হবি’র অবস্থা সংকটাপন্ন গৌরীপুর পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীদের জরিমানা গৌরীপুর পৌরসভার পক্ষে লাইসেন্স পরিদর্শক আতাউর রহমানকে সংবর্ধনা SHARES Matched Content দেশের খবর বিষয়: করোনাযুদ্ধের এক অন্যন্য মাইল ফলকগৌরীপুরলাল বাহিনীশ্যামগঞ্জের