যশোরের শার্শায় মাঠ থেকে নবজাতক শিশু উদ্ধার: ঠাঁই হলো কৃষকের ঘরে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় একদিনের সদ্য নবজাতক এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন বজলুর রহমান নামে এক কৃষক। বৃহস্পতিবার সকালে উপজেলার কাঠুরিয়া গ্রামের একটি পটলের ক্ষেতের আইলের উপর থেকে শিশুটিকে উদ্ধার করেন তিনি। কৃষক বজলুর রহমান জানান, ভোরে পটলের ক্ষেতে পটলের ফুল ছোঁয়ানো কাজ করতে গিয়ে আইলের উপর একটি বস্তা পড়ে থাকতে দেখি। একটু কাছে গিয়ে দেখি ভীতরে কিছু নড়াচড়া করছে।তখন বস্তার মুখ খুলতেই দেখি সদ্য নবজাতক একটি শিশু কাপড়ে মোড়ানো অবস্থায় ছটফট করছে। শিশুটিকে বাড়িতে এনে প্রাথমিক পরিচর্যা করছি।এ ঘটনা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উৎসুক এলাকাবাসী শিশুটিকে একনজর দেখার জন্য ছুটে আসেন। জানতে চাইলে উলাশী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি এবং বজলুর রহমানের বাড়িতে গিয়ে শিশুটি বিষয় খোঁজ খবর নিয়েছি।কৃষক বজলুর রহমান দম্পতিও নিঃসন্তান হওয়ায় তিনি শিশুটিকে নিজের সন্তানের মতোই লালন পালন করতে ইচ্ছে প্রকাশ করেন। স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করে বজলুর রহমানের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, রাখে আল্লাহ মারে কে, কে বা কারা শিশুটিকে মেরে ফেলার উদ্দেশ্যে ফেলে দিয়ে যায়।আল্লাহর অশেষ মেহেরবানিতে জীবিত অবস্থায় নিঃসন্তান কৃষকের ঘরে ঠাঁই হলো তার। Share this:FacebookX Related posts: যশোরের শার্শায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত : আহত ২০ যশোরের শার্শায় উপ-স্বাস্থ্য সহকারী করোনায় আক্রান্ত যশোরের শার্শায় আম্পানের আঘাতে আহত ব্যক্তির মৃত্যু যশোরের শার্শায় অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে ২ লক্ষ টাকা জরিমানা যশোরের শার্শায় মাছের ঘেরে র্যাবের অভিযান গাঁজাসহ গ্রেফতার-১ যশোরের শার্শায় র্যাবের অভিযান বিপুল পরিমান ভারতীয় ওষুধ সহ গ্রেফতার-২ যশোরের শার্শায় উদ্ভাবক মিজানুর রহমানের ফ্রি খাবার বাড়ি উন্মোচন যশোরের শার্শায় কলেজ ছাত্রীর আত্মহত্যা যশোরের বেনাপোলে একাধিক মামলার আসামীর মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ২০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার শহীদ মিনার নেই যশোরের ৬৫০ শিক্ষা প্রতিষ্ঠানে যশোরের বেনাপোলে করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: ঠাঁই হলো কৃষকের ঘরেনবজাতক শিশু উদ্ধারমাঠ থেকেযশোরেরশার্শায়