জোহরা ক্লিনিক এর উদ্দ্যোগে ১শ পরিবারের মাঝে মাংস সহ খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২০

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার বাগআঁচড়া জোহরা ক্লিনিক এর উদ্দ্যোগে ১শ অসহায়-দুস্থ কর্মহীন পরিবারের মাঝে ১ কেজি গরুর মাংস সহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বুধবার(২৯ এপ্রিল) সকালে বাগআঁচড়া জোহরা ক্লিনিকের সামনে ১শ অসহায়-দুস্থ কর্মহীন পরিবারকে ১ কেজি গরুর মাংস,৫কেজি চাউল,২কেজি আলু,১কেজি ডাল,১কেজি তেল ও ১কেজি লবন বিতরণ করেন জোহরা ক্লিনিকের পরিচালক সুনাম ধন্য ডাক্তার হাবিবুর রহমান(হাবিব) ও তার সহধর্মিনী ডাক্তার নাজমুন্নাহার রানী।

১শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল। সরকারের নির্দেশনা মেনে নিরাপদ দূরত্ব বজাই রেখেই এ খাদ্য সামগ্রী বিতারণ করা হয়।

বাগআঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল বলেন,সরকারি নির্দেশাবলী মেনে চলুন এবং অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না।আপনাদের এসব খাদ্য সামগ্রী এজন্যই দেওয়া হচ্ছে যাতে আপনারা ঘর থেকে বের না হন। সুতরাং আপনারা নিরাপদে থাকুন এবং পরিবারকে নিরাপদে রাখুন। দেশকে বাঁচাতে আপনাদের সকলকে এই ঘরে থাকা প্রয়োজন।