গৌরীপুরে ৫’শ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

কমল সরকার’গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নে ৫ শতাধিক কর্মহীন ও দুস্থ মানুষকে খাদ্য সহায়তা দিয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা নূরে এলাহী হীরামন। মঙ্গলবার (২৮ এপ্রিল) নিজ মেছিডেঙ্গী গ্রামে অবস্থিত প্রমোদবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আবুল কাশেম, যুবলীগ নেতা বিল্লাল সরকার, আলিফ রানা, রুবেল, ছাত্রলীগ নেতা সাগর প্রমুখ। নূরে এলাহী হীরামন জানান করোনা সংকট মোকাবেলায় মেছিডেঙ্গী, কাউরাট, সূর্যাকোনা, ষোলপাই, গোবিন্দপুর, টিকুরী, কালিহর, বৈরাটি, কুল্লাতলি গ্রামের কর্মহীন ও দুস্থ ৫ শতাধিক মানুষকে তিনি খাদ্য সহায়তা দিয়েছেন।

তিনি বলেন নিজ মেছিডেঙ্গী ও আশপাশের গ্রামের মানুষকে তার মা শামছুন্নাহার বেগম প্রমোদবালা সরকারি বিদ্যালয় মাঠ থেকে বেলা ১১ টায় খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন। অন্য গ্রামের মানুষদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছেন দিয়েছেন স্বেচ্ছাসেবকরা। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো মুড়ি, ছিড়া, ডাল, তেল, পেঁয়াজ, গুড় ও সাবান।