বেশি দামে আদা-রসুন বিক্রি : ১১ প্রতিষ্ঠানকে জরিমানা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০ অনলাইন ডেস্ক : সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করায় রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি আড়তের ১১টি প্রতিষ্ঠানকে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়, বিএসটিআই ও কৃষি বিপণন অধিদফতরের সহযোগিতায় কারওয়ান বাজারের পাইকারি আড়তে অভিযান পরিচালনা করেন র্যাব-৩ এর সদস্যরা। বেলা ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে বিকেল ৩টা পর্যন্ত। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। তিনি বলেন, পেঁয়াজ, রসুন এবং বিশেষ করে আদার পাইকারি মূল্য সরকার কর্তৃক নির্ধারিত। কিন্তু কারওয়ান বাজারে পাইকারি আড়তে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তা বিক্রি করা হচ্ছে। তিনি বলেন, সরকার আদার কেজিপ্রতি পাইকারি মূল্য নির্ধারণ করেছে দেড়শ টাকা। কিন্তু এখানে ২০০ টাকার অধিক মূল্যে তা বিক্রি হচ্ছে। পলাশ কুমার বসু বলেন, এছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে আলু, পেঁয়াজ, রসুনসহ অন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হচ্ছিল। দোকানগুলোতে মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এসব কারণে ১১ প্রতিষ্ঠানকে দুই লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজানে বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের কষ্ট কমাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের এ নির্বাহী ম্যাজিস্ট্রেট। Share this:FacebookX Related posts: তাবিথ আউয়ালের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট টাঙ্গাইলে ৩ স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় দুজনের দায় স্বীকার মিরপুরে ডিস ব্যবসায়ী হত্যায় ৯ জনের যাবজ্জীবন প্রথম আলো’র সম্পাদকের জামিন দেশে এক লাখ মানুষের জন্য একজন বিচারক: আইনমন্ত্রী বঙ্গবন্ধুর খুনি মাজেদের মৃত্যু পরোয়ানা জারি বিনামূল্যে করোনা পরীক্ষা চেয়ে লিগ্যাল নোটিশ ‘সীমিত পরিসরে খুলবে সরকারি অফিস-আদালত’ গ্রাহকের অজান্তে কল রেকর্ড সংগ্রহ বন্ধে হাইকোর্টের অভিমত ইরফান সেলিমের মামলা বিচারাধীন, এখনই মন্তব্য নয়: র্যাব ডিজি পি কে হালদারের বান্ধবী অবন্তিকা ৩ দিনের রিমান্ডে বড়পুকুরিয়া কয়লা কেলেঙ্কারিতে জামিনে মুক্ত ৬ সাবেক এমডিসহ ২২ কর্মকর্তা SHARES Matched Content আইন আদালত বিষয়: ১১ প্রতিষ্ঠানকে জরিমানাবেশি দামে আদা-রসুন বিক্রি