কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০ অনলাইন ডেস্ক : জয়পুরহাটে নতুন করে স্বাস্থ্য কমপ্লেক্সের এক ওয়ার্ড বয়সহ ১১ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। সোমবার রাত সাড়ে ১১টায় সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে। সিভিল সার্জন অফিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো নমুনা থেকে ১৮৫টি নমুনার ফলাফল পাওয়া যায় সোমবার রাত সাড়ে ১১টায়। সেখানে ১৭৪ জনের রিপোর্ট নেগেটিভ এবং ১১ জনের রিপোর্ট পজেটিভ বলে জানানো হয়। ১১ জনের মধ্যে কালাই উপজেলার ৯ জন এবং ক্ষেতলাল উপজেলার দু’জন রয়েছেন। অপরদিকে, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) থেকে পাওয়া ৪৭ জনের পরিক্ষার রিপোর্ট নেগেটিভ বলে জানা গেছে। সূত্র আরও জানায়, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের এক ওয়ার্ড বয়ের শরীরে করোনা সনাক্ত হওয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখানে চিকিৎসা সেবা বন্ধ থাকবে। গত ১৬ এপ্রিল জয়পুরহাটে প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকে অনির্দিষ্টকালের জন্য পুরো জেলাকে লকডাউন ঘোষণা করা হয় । এরপর ১৬ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত জেলায় করোনা রোগী সনাক্ত হয়েছিল ৮ জন। সোমবার এক দিনে নতুন করে ১১ জনের শরীরে করোনা সনাক্ত হওয়ায় জেলায় মোট করোনা রোগী হলো ১৯ জন। যা গত ১০ দিনের তুলনায় প্রায় ডবল। উপজেলা ভিত্তিক করোনা সনাক্ত রোগীর মধ্যে রয়েছে, কালাই উপজেলায় ১৩ জন, পাঁচবিবি, আক্কেলপুর ও ক্ষেতলাল উপজেলায় দু’জন করে। জেলায় বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৮শ ৮১ জন। এর মধ্যে আইসোলেশনে আছে ২৪ জন। কোয়ারেন্টাইন শেষ হওয়ায় ৬শ ৩৪ জনকে মুক্ত ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন জানান, করোনা সনাক্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জয়পুরহাট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং কালাই মহিলা ডিগ্রি কলেজকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এবং জেলা আধুনিক হাসপাতালকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর হেলথ এন্ড টেকনোলজি ইন্সটিটিউটে আইসোলেশন ওয়ার্ড স্থাপন করে সেখানে বর্তমানে করোনা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। Share this:FacebookX Related posts: ধোবাউড়ায় সমস্যায় জর্জরিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাপাহারে ডক্টরস্ পয়েন্ট মেডিকেল এন্ড অ্যাজমা সেন্টারের শুভ উদ্বোধন নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আত্রাইয়ে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন নওগাঁ জেলাকে লকডাউন ঘোষণা হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারসহ করোনায় আক্রান্ত-২ কালাই পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র-সচিবের দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন নওগাঁর ১১টি উপজেলায় করোনা ভাইরাসের ভ্যাকসিন সরবরাহ নওগাঁয় প্রথম টিকা নিলেন ডিসি, এসপি, সিভিল সার্জন আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক SHARES Matched Content দেশের খবর বিষয়: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকালাইলকডাউন ঘোষণা