বরিশালে গাঁজাসহ দুইজন আটক

প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

স্টাফ রিপোর্টার : ছয় কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে নগরীর রসুলপুর এলাকা থেকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো-ওই এলাকার বাসিন্দা ও চিহ্নিত মাদক বিক্রেতা পলাশ হাওলাদার ও সাদ্দাম গাজী।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর আটককৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে পলাশ ও সাদ্দামকে আটক করে তল্লাশী করে। এসময় তাদের সাথে থাকা ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।