সাভারে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০ অনলাইন ডেস্ক ; তিন দফা দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ৪ শতাধিক কর্মহীন গণপরিবহন শ্রমিক।মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের থানা রোড এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন শ্রমিকরা। দাবিসমূহ হলো, ত্রাণ সহায়তা, শ্রমিকদের কল্যাণের নামে বিভিন্ন শ্রমিক-মালিক সমিতির ব্যানারে চাঁদা আদায় বন্ধ ও অবিলম্বে গণপরিবহন চালু করা। এ সময় শ্রমিকরা সড়কে বসে তিন দফা দাবি আদায়ে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ ও পরিবহন মালিকপক্ষের আশ্বাসে প্রায় এক ঘন্টা সড়কে অবস্থানের পর সরে যান তারা। পরিবহন শ্রমিকদের অভিযোগ, করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যে সবচেয়ে অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন পরিবহন শ্রমিকরা। গত এক মাস কর্মহীন অবস্থায় থাকলেও তাদের কোন প্রকার ত্রাণ কিংবা সহায়তা প্রদান করেনি কেউই। এতে পরিবার নিয়ে চরম উৎকণ্ঠা ও হতাশা নিয়ে অসহায় দিন পার করছেন তারা। তাই তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় পরিবহন মালিকরা যতক্ষণ উপস্থিত না হয়ে তাদের দাবি পূরণের আশ্বাস দেবে ততক্ষণ সড়ক থেকে সরে না যাওয়ারও হুঁশিয়ারী দেয় শ্রমিকরা। সাভার পরিবহনের চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, গণপরিবহন চালুসহ তিন দফা দাবিতে সড়কে অবস্থানরত শ্রমিকদের সঙ্গে আলোচনার পর তারা সড়ক ছেড়ে দেয়। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের মোল্লা জানান, মূলত করোনা সংকটের মাঝে কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা কোন প্রকার সাহায্য না পেয়ে আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের থানা স্ট্যান্ড এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তিনি আরও বলেন, সত্যিকার মানবিক অর্থে অসহায় এসব শ্রমিকদের এমন সংকটময় পরিস্থিতিতে পরিবহন মালিকদের তাদের পাশে থাকার প্রয়োজন ছিলো। তাই কষ্টে থাকা এসব শ্রমিকদের সহযোগিতার জন্য পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা শেষে সমস্যা সমাধানের আশ্বাসে শ্রমিকরা সড়ক থেকে চলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। Share this:FacebookX Related posts: সাভারে জঙ্গি আস্তানা থেকে নারী আটক, বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার সাভারে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত সাভারে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২৫ সাভারে পুলিশ-স্বাস্থ্যকর্মীসহ আরও ৪২ জনের করোনা সনাক্ত সাভারে করোনার ভূয়া প্রত্যায়নপত্র, দুই প্রতারক আটক সাভারে চিকিৎসকের মরদেহ উদ্ধার সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার সাভারে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে মামলা সাভারে যাত্রীবাহী বাস খাদে আহত ১৫ সাভারে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ সাভারে মেয়রপুত্রের কাছে সাংবাদিক লাঞ্ছিত সাভারে কাউন্সিলরের দখলকৃত জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: পরিবহনশ্রমিকদের বিক্ষোভসাভারে