পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে খাবার বিতরণ

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টিকর খাবার বিতরণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা পুষ্টি সমন্বয় কমিটি। ‘পুষ্টি উন্নয়নের বুনিয়াদ, খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এমন প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হচ্ছে।

২৭ এপ্রিল (সোমবার) দুপুরে সিভিল সার্জন কার্যালয় চত্বরে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা পুষ্টি সমন্বয় কমিটি এ কর্মসূচির আয়োজন করে। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সদর উপজেলা ও পৌর এলাকার ১৭০ জন দুঃস্থ ও হতদরিদ্র নারী পুরুষের মাঝে পুষ্টিকর খাবারের প্যাকেজ বিতরণ করেন।

এ সময় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউদ্দিন উপস্থিত ছিলেন। পুষ্টিকর খাবারের প্যাকেজে ছিল, চাল, ডাল, লবন, তেল, আলু, পেঁয়াজ, সাবান ও মাস্ক।

সিভিল সার্জন বলেন, পুষ্টিকর খাবার খেলে সুস্থ সবল জাতি গড়ে উঠবে। মা ও শিশু মৃত্যুর হার কমে আসবে। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে লিফলেট ও মাইকিংয়ের মাধ্যমে মানুষকে পুষ্টিকর খাদ্য সর্ম্পকে ধারণা দেওয়া হচ্ছে। বয়সভিত্তিক পুষ্টির পরিমাণ, পুষ্টিকর খাবারের তালিকা, ক্যালোরির পরিমাণ সর্ম্পকে অবহিত করা হয়। করোনার কারণে সামাজিক দূরত্ব ব্যাহত হয় এমন কর্মসূচি রাখা হয়নি।