গৌরীপুরে নেকব্লাস্ট ভাইরাসের আক্রমণে ধানে চিটা

প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

কমল সরকার’গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শত শত কৃষকের ক্ষেতের ধান চিটা হয়ে গেছে নেকব্লাস্ট ভাইরাসের আক্রমণে । উপজেলার ১০টি ইউনিয়নে এ ভাইরাসের আক্রমণে কারণে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। অধিকাংশ কৃষক ফসল কাটতে ক্ষেতেই যাচ্ছেন না। এমন খবরে ছুটে যান উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

তিনি জানান, কৃষকদের সর্বনাশ করে ফেলেছে এই নেকব্লাস্ট ভাইরাস।এই রোগের আক্রমনে কিছু জমিনের শতভাগ আর কিছু জমিনে ৬০ থেকে ৭০ভাগ ধানেই চিটা হয়ে গেছে। এ প্রসঙ্গে উপজেলা কৃষি অফিসার লুৎফুন্নাহার জানান, বৈরী আবহাওয়া ও অতিরিক্ত সার প্রয়োগের কারণে নেকব্লাস্ট ভাইরাসের আক্রমণে ধানের চিটা হয়েছে।

এদিকে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের গজন্দর, শাহবাজপুর, শালীহর আর বেকারকান্দা ঘুরে দেখা যায়, শতাধিক কৃষকের প্রায় হাজার একর ফসল ধ্বংস করে দিয়েছে নেকব্লাস্ট ভাইরাসে। শুধু বেকারকান্দা গ্রামে কৃষক মোঃ নুর আলমের ৮৫, নুরুল আমিনের ২০০, মিলন মিয়ার ৩৫, মোঃ দুলাল মিয়ার ৫০, আব্দুল মজিদের ৪০, আব্দুল জলিলের ১০০, মোঃ শহিদুল ইসলামের ৫০, সাইফুল ইসলামের ১২০, আব্দুস সালামের ১৫০, ফখর উদ্দিনের ৫০, মিজানুর রহমানের ১০০, জামাল উদ্দিনের ৬৫, সুজন মিয়ার ৩০ ও কিতাব আলীর ৬৫ শতক জমির ধান চিটা হয়ে গেছে।