আখাউড়া রেলওয়ে ষ্টেশনে ভবঘুরের করোনা পজিটিভ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০ অনলাইন ডেস্ক : পূর্বাঞ্চল রেলপথের আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনে সুলতান মিয়া (৪৫) নামক এক ভবঘুরে করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা এই তথ্য নিশ্চিত করেছেন। করোনা ভাইরাস আক্রান্ত সুলতানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিমের কর্মীরা অ্যাম্বুল্যান্সে করে ব্রাহ্মণবাড়িয়া আইসোলেশনে নিয়ে যায়। তার বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার হরিচর গ্রামে। এ নিয়ে আখাউড়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ জনে দাড়িয়েছেন। জানাগেছে, আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশনের ভবঘুরে বাসিন্দা সুলতান মিয়া। সম্প্রতি সে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল টিমকে খবর দেয়। ২২ এপ্রিল ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষায় সোমবার সকালে পজিটিভ আসে।ওই ব্যক্তি করোনায় আক্রান্তের খবরে দুপুরে রেলওয়ে স্টেশন থেকে তাকে খোঁজে বের করে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা। পরে তাকে আইসোলেশনে রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়ার বক্ষ ব্যধি হাসপাতালে নেওয়া হয়। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা জানান, স্টেশনের ওই ভবঘুরে ব্যক্তির করোনা পরীক্ষায় পজেটিভ রেজাল্ট আসায় তাকে খুঁজে বের করে আইসোলেশনে পাঠানো হয়। তিনি বলেন, তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদেরও খোজ নেয়া হচ্ছে। আখাউড়া উপজেলার ধরখারের রাণীখার, মোগড়া ইউনিয়নের গঙ্গানগর, চরনারায়নপুর, উত্তর ইউনিয়নের আমোদাবাদ এবং পৌরশহরের দেবগ্রামে ১৫ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে একজন সুস্থ হয়ে রোববার সন্ধ্যায় বাড়িতে ফিরেছে। ১ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের ছোবলে। Share this:FacebookX Related posts: আখাউড়া চেকপোস্টে ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজে ফের বিএসএফের বাঁধা আখাউড়া ইমিগ্রেশন দিয়ে দেশে ফেরত ৭ বাংলাদেশি কোয়ারেন্টিনে আখাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা করোনায় আক্রান্ত আখাউড়া ইউএনও করোনায় আক্রান্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য রপ্তানি শুরু পটিয়ায় শ্রমিক নেতা সেকু ৭ ধরে নিখোজ : উদ্ধার দাবিতে সংবাদ সন্মেলন ব্রাহ্মণবাড়িয়ায় চাউল গোডাউন সিলগালা: ভ্রাম্যমান্য আদালতে জরিমানা মাটিরাঙ্গায় হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নৌ-প্রতিমন্ত্রীর চন্দনাইশ ফাউন্ডেশন ও রোটারি ক্লাবের উদ্যোগে কম্বল ও মশারী বিতরন সেনবাগে মুক্তিযোদ্ধা ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: আখাউড়াকরোনা পজিটিভভবঘুরেররেলওয়ে ষ্টেশনে