আত্রাইয়ে কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁচ্ছে দিল যুবলীগ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০ নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে করোনা ভাইরাসের প্রভাবে শ্রমিক সংকটে পড়ায় কৃষকের ১বিঘা জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিল উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। সোমবার বেলা ১১টা থেকে দিন ভর উপজেলার নবাবের তাম্বু মাঠের কৃষক ইমামুল হক এর জমির পাকা ধান কাটা ও মাড়াই করা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি শেখ মোহাম্মদ হাফিজুল জানান, বর্তমানে করোনা ভাইরাসের কারণে উপজেলার কৃষকরা অসহায় হয়ে পড়েছে। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেজন্য আমাদের নেতা-কর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছে। যুবলীগের ২৫ থেকে ৩০ জন নেতা কর্মীরা ধান কাটা, আঁটি বাঁধা, বাড়ির আঙিনায় পৌছে দিয়ে মাড়াই করে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন করোনার কারণে কৃষক যেনো ক্ষতিগ্রস্ত না হন সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এমপির সহযোগিতায় আত্রাইয়ে এ কাজ করা হচ্ছে। আগামীতেও আত্রাই যুবলীগের পক্ষ থেকে এ সহায়তা অব্যাহত থাকবে। এ ব্যাপারে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রাফি জানান, করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে কৃষক তাদের কষ্টের ফসল নিয়ে অসহায় হয়ে পড়েছে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এমপির সহযোগিতায় আমরা অসহায় কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের এ কর্মসুচী অব্যাহত থাকবে। ধান কাটা বিষয়ে কৃষক ইমামুল হক যুবলীগের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনা ভাইরাসের কারনে ধান কাটা শ্রমিক সংকটের ফলে মাঠের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। এমন দুর্দিনে যুবলীগের নেতাকর্মীরা এসে তাদের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। এতে আমি খুব আনন্দিত। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে কৃষকের কষ্টের ফসল কেটে বাড়ি পৌচ্ছে দিলেন ছাত্রলীগ আত্রাইয়ে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে গাছের শাখায় ঝুলছে থোকায় থোকায় লিচু আত্রাইয়ে ধানের দাম ভাল পাওয়ায় কৃষকের মুখে হাসি আত্রাইয়ে পানিতে ভাসছে কৃষকের স্বপ্ন, আমন চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা আত্রাইয়ে ৬ হাজার হেক্টর জমিতে আমন চাষ অনিশ্চিত সৌদির মরুভূমির ‘সাম্মাম’ ফল এখন আত্রাইয়ে আত্রাইয়ে লক্ষমাত্রার চেয়ে অধিক জমিতে পাট চাষ আত্রাইয়ে জলাবদ্ধতায় ৬ হাজার হেক্টর জমি অনাবাদি আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সবজির বীজ বিতরন আত্রাইয়ে তীব্র শীত উপেক্ষা করে চলছে বোরো রোপন আত্রাইয়ে লাঙ্গল দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি SHARES Matched Content কৃষি বিষয়: আত্রাইয়েকৃষকের পাকা ধান কেটেবাড়ি পৌঁচ্ছে দিলযুবলীগ