গৌরীপুরে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ ১২ বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। শিশুটির নাম সিভিল। শনিবার (২৫ এপ্রিল) উপজেলার ভাংনামারী ইউনিয়নের উজান কাশিয়ারচর গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকাবাসীর মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবরের সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন বলেন, বসত ঘরের বাঁশের ধর্ণার সাথে রশিতে ঝুলে সিভিল আত্মহত্যা করেছে। তার পিতার নাম মৃত আব্দুল আউয়াল। পাশ্ববর্তী সদর উপজেলার সুতিয়াখালী গ্রামে তাঁর বসত ভিটা।

বিগত দশ বছর আগে আঃ আউয়াল উজান কাশিয়ারচরে বিয়ে করে এই গুচ্ছগ্রামে বসতি স্থাপন করে পরিবার নিয়ে বসবাস করে আসছিল। তবে কেন বা কি কারণে ওই শিশু আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়না তদন্ত শেষে লাশ দাফনের ব্যবস্থা করেছেন বলে জানান সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সদস্য গিয়াস উদ্দিন।

এ বিষয়ে গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন খান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে রবিবার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে, এটা হত্যা নাকি আত্মহত্যা ?