কাজে ফিরছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার কাজে ফিরছেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে এ ঘোষণার কয়েকঘন্টার মধ্যে রোববার দ্য প্রেস এসোসিয়েশন জনসনের ডাউনিং স্ট্রিটে ফেরার কথা জানায়। করোনায় আক্রান্ত হয়ে জনসন হাসপাতালে চিকিৎসা নেন। তাকে ইনটেনসিভ কেয়ারে তিনদিন থাকতে হয়। গত ১২ এপ্রিল তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এরপর থেকে লন্ডনের বাইরে চেকার্সে আছেন তিনি। এদিকে জনসনের কাজে ফেরার এ সময়ে করোনা মোকাবেলা নিয়ে নানামুখী চাপের মধ্যে পড়েছে তার সরকার। স্বাস্থ্য দপ্তর শনিবার কোভিড ১৯ এ ৮১৩ জনের মৃত্যুর কথা ঘোষণা করে। এর ফলে দেশটিতে মোট মৃত্যু বেড়ে হয়েছে ২০,৩১৯। এর একদিন আগে মৃত্যুও সংখ্যা ছিল ৬৮৪ জন। তবে নতুন সংক্রমণের সংখ্যা কমেছে বলে বলা হচ্ছে। করোনা ঠেকাতে দেশটিতে গত ২৩ মার্চ লকডাউন ঘোষণা করা হয়। এরপর তা বাড়িয়ে প্রথমে ১৬ এপ্রিল ও পরে ৭ মে পর্যন্ত করা হয়েছে। Share this:FacebookX Related posts: আইসিইউ থেকে ওয়ার্ডে ফিরলেন বরিস জনসন চীনে নতুন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ৮০ একনজরে গ্র্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা ট্রাম্পের হুমকির পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলো ভারত মদিনা শরিফে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু লকডাউন-কারফিউ তুলে নিলে অবস্থা হবে ভয়াবহ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার সঙ্গে বেঁচে থাকাটাই এখন নিউ নর্মাল: টেড্রোস বিশ্বব্যাপী সুস্থ হয়ে ফিরলেন ৬৪ লক্ষাধিক সৌদির তেল রফতানি কমেছে ৬২ শতাংশ ভারতে করোনায় একদিনে ১২৪৭ জনের মৃত্যু ৬শ বাল্যবিয়ে বন্ধ করতে পেরেছে বাংলাদেশি এই কিশোরী গর্ভপাতকে বৈধতা দিয়ে ঐতিহাসিক আইন পাস হচ্ছে আর্জেন্টিনায় SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: কাজে ফিরছেনবরিস জনসনব্রিটিশ প্রধানমন্ত্রী