সাধারণ ছুটিতেও খুলেছে জরুরি সেবার সব সরকারি অফিস

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

অনলাইন ডেস্ক : মহামারী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকারের ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবার সব সরকারি অফিস খুলেছে। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে সীমিত পরিসরে জরুরি কাজ চলছে।

মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস শুরু করেছেন।

ছুটির মধ্যে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অফিস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডি মন্ত্রী ও সচিব, কৃষিমন্ত্রী ও সচিব, সমাজকল্যাণমন্ত্রী, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ও সচিব, তথ্যসচিব, বাণিজ্য সচিব এবং মৎস্য ও প্রাণিসম্পদ সচিব।

এসব মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, মাঠপর্যায়ের অফিসগুলো আগে থেকেই খোলা ছিল। এখন অফিস শুরু করেছেন মন্ত্রণালয়ের বেশিরভাগ ডেস্কের কর্মকর্তা-কর্মচারী।

মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে সরকারের ঘোষিত সাধারণ ছুটিতে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি অফিস প্রয়োজনে সীমিত পরিসরে খোলা রাখা যাবে বলে শুক্রবার নির্দেশনা দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। যদিও গত বৃহস্পতিবার শুধুমাত্র ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখার যে নির্দেশনা দেয়া হয়েছিল।

শুক্রবার রাতে যুগান্তরকে মোবাইল ফোনে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, আমরা এর আগে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখায় নির্দেশনা দিয়েছিলাম। এখন সেটি প্রত্যাহার করে নিয়েছি। এখন সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি অফিস প্রয়োজনে খোলা রাখা যাবে।

ইউসুফ হারুন আরও বলেন, ওইসব সরকারি দফতরের মাঠ পর্যায়ের অফিসগুলোও সীমিত পরিসরে খোলা রাখা যাবে বলেও নির্দেশনা দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, আগামী ৫ মে পর্যন্ত বর্ধিত সাধারণ ছুটিকালীন প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, তথ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সীমিত পরিসরে খোলা থাকবে।