যশোরে কর্মরত স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

অনলাইন ডেস্ক : যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। সেখানেই স্যাম্পল ক্যালেকশন করার সময় আক্রান্ত হতে পারে বলে ধারণা।

সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত জানিয়েছেন, তিনি বর্তমানে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ায় ভাড়া বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেলে নেয়া হবে। উক্ত বাড়িটি লকডাউন করে লাল পতাকা টানিয়ে দিয়েছে প্রশাসন। আসপাশের ১৫ বাড়ি সতর্ক থাকতে বলা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী জানান, আক্রান্ত যুবক উত্তর কাটিয়ায় ভাড়া বাড়িতে থাকতেন। বেনাপোল থেকে আসা মানুষের নমুনা সংগ্রহর সময় অসাবধানতাবসত তিনি আক্রান্ত হতে পারেন বলে মনে করছেন। তার করোনার উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে রোববার পজেটিভ আসে। এঘটনায় এলাকায় আতঙ্ক চলছে।