মালিবাগে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

অনলাইন ডেস্ক : রাজধানীর মালিবাগে বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গার্মেন্টসের শ্রমিকরা। রোববার সকাল থেকে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে তাহসিন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করে অবস্থান নেয়।

করোনা পরিস্থিতির কারণে রাজধানীর সড়কে জরুরি সেবা ছাড়া অন্য যান চলাচল বন্ধ রয়েছে। তবে শ্রমিকদের এ বিক্ষোভের ফলে রাস্তার একপাশে সেসব যানবাহন চলাচল বন্ধ হয়ে জটলা সৃষ্টি হয়েছে।

শ্রমিকরা জানান, তাদের দুই মাসের বেতন-ভাতা বকেয়া থাকলেও মালিক টাকা পরিশোধ না করে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এদিকে করোনার কারণে বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিকদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। এ সংকটে পাওনা আদায়ে বাধ্য হয়ে তাদের সড়কে নামতে হয়েছে।

এক শ্রমিক বলেন, দুই মাসের বেতন ভাতা বকেয়া থাকলেও মালিক টাকা পরিশোধ না করে প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এদিকে করোনার কারণে বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। যার কারণে বেতন-ভাতার দাবিতে বাধ্য হয়ে আমরা রাস্তা অবরোধ করেছি। বেতন-ভাতা পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চলবে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন। পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দিতে অনুরোধ করা হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের জানানো হয়েছে।