গৌরীপুরে বিত্তবান কৃষক আরশেদ আলীর ত্রাণ বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০ কমল সরকার’গৌরীপুর : ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ৪ নং মাওহা ইউনিয়নের নিজ গ্রামের (ঝলমলা) বিভিন্ন এলাকায় করোনার কারনে অসহায় দুঃস্থ ও কর্মহীন ১০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন ঝলমলা গ্রামের বিত্তবান কৃষক আরশেদ আলী । শনিবার (২৫ এপ্রিল) বিত্তবান কৃষক আরশেদ আলীর ব্যক্তিগত উদ্যোগে প্রতিজন অসহায়কে ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি মুড়ি, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা বুট বিতরণ করেন। কৃষক আরশেদ আলী বলেছেন, মানুষের দুঃসময়ে প্রত্যেক অতি স্বচ্ছল ও বিত্তবান গৃহস্থ অসহায়, দুঃস্থ ও কর্মহীন মানুষের পাশে দাড়ানো উচিত। ত্রান বিতরণের সময় উপস্থিত ছিলেন গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন , মাওহা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল হামিদ, কৃষক আরশেদ আলীর ছেলে মো. অলি উল্লাহ, প্রতিবেশী আশরাফুল আলম শাহজাহান, গোলাম ইয়াহিয়া, খাইরুল মাস্টার ও স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ। Share this:FacebookX Related posts: গৌরীপুরে পাথুরি ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ গৌরীপুরে বিদ্যুতের অতিরিক্ত বিল মওকুফের দাবী SHARES Matched Content প্রচ্ছদ বিষয়: আরশেদ আলীর ত্রাণ বিতরণকৃষকগৌরীপুরেবিত্তবান