মির্জাগঞ্জে হাট-বাজার মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, ঢুকছে বহিরাগতরাও

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়িয়ে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা উপেক্ষা করে জমজমাট ভাবে চলছে বিভিন্ন হাট বাজার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জমজমাট বেচাকেনা চলে উপজেলার ৬ টি ইউনিয়নের সাপ্তাহিক হাটগুলোতে।

সরেজমিনে দেখা যায়, রবিবার(২৬ এপ্রিল) সুবিদখালী বাজারের সাপ্তাহিক হটে গ্রাম থেকে মানুষ বিভিন্ন পণ্য নিয়ে এসে বাজারে বিক্রি করছে। করোনা পরিস্থিতির মধ্যে শত শত মানুষ সুরক্ষা সরঞ্জাম ছাড়া চলাফেরা ও কেনাকাটা করছে। দেখে মনে হয ়করনা নিয়ে তাদের কোন অনুভূতি নেই। সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা বেচাকেনা করছে গাঁ ঘেষাঘেষি করে। জেলার বিভিন্ন স্থানের সাপ্তাহিক হাট বাজারের চিত্র একই। স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি জানান, মির্জাগঞ্জের মানুষ আইনের তোয়াক্কা না করে চালিয়ে যাচ্ছে হাট বাজার। করোনা পরিস্থিতিতে সরকার সাপ্তাহিক হাট খোলা মাঠে নিয়ে আসলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। ঔষধ এর দোকান ছাড়াও অন্য সকল দোকানপাট বন্ধ থাকার নির্দেশ থাকলেও খোলা হচ্ছে বিভিন্ন গার্মেন্ট, টিভি, ফ্রিজের দোকান সহ সকল প্রকারের দোকান এবং চলছে কেনাবেচা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

এছাড়াও বিভিন্ন ভাবে চলছে এলাকায় বহিরাগতদের আগমন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অ্যাম্বুলেন্সে, মাইক্রোবাস, সহ বিভিন্ন মাধ্যমে ঢাকা-নারায়ণগঞ্জ সহ বহিরাগতরা আসছে। চড়া ভাড়া দিলে পারাপার পাওয়া যায় পায়রাকুঞ্জ খেওয়া। এভাবেই পটুয়াখালী সহ বিভিন্ন উপজেলার লোকজন আসতে পারছে মির্জাগঞ্জে। কোন কিছুই থেমে নেই, সবকিছু চলছে ঠিকঠাক।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, বহিরাগতদের আগমন বন্ধে সকল প্রবেশ দ্বার বন্ধ করে চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্ট আরো জোরদার করা হবে।

মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন বলেন, জনসমাগম এড়িয়ে চলার জন্য মানুষকে বারবার সতর্ক করা হয়েছে এবং ওষুধের দোকান, কৃষি পণ্যের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রাখার জন্য বলা হয়েছে ইতিমধ্যেই দোকান খোলা রাখার অপরাধে বিভিন্ন দোকান মালিককে জরিমানা করা হয়েছে। কেউ সরকারি নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।