করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ছাড়ালো দু’লাখ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী প্রাণ হারিয়েছেন দুই লাখ ৩ হাজার ২৮৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ লাখ ২১ হাজার ২০১ জন। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন। বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। এ দেশটিতেই মারা গেছে ৫৪ হাজার ২৬৫ জন। আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৬০ হাজার ৮৯৬ জন। এছাড়া ইউরোপ ও আফ্রিকার অনেক দেশেও ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে করোনা ভাইরাসের সংক্রমণ। বাংলাদেশেও করোনা রোগী শনাক্ত হয়েছে চার হাজারের বেশি। সংক্রমণের সঙ্গে সঙ্গে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিলও। যুক্তরাজ্যে করোনায় মারা গেছে ২০ হাজার ৩১৯ জন। এদিকে, যুক্তরাজ্যের একটি স্থানীয় পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেখানে বাড়িতে বা নার্সিংহোমে করোনার উপসর্গ নিয়ে যারা মারা যাচ্ছে মৃত্যুর হিসাবে তাদের ধরা হচ্ছে না। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে। Share this:FacebookX Related posts: করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ৪৭ হাজার ছাড়ালো করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ৬৫ হাজার ছুঁইছুঁই করোনায় বিশ্বব্যাপী প্রাণ হারালো ৯৫ হাজারেরও বেশি করোনায় বিশ্বব্যাপী আক্রান্ত ৩৮ লাখ করোনায় বিশ্বব্যাপী মৃত ২ লাখ ৮৩ হাজার, আক্রান্ত ৪১ লাখ যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল মদিনা শরিফে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু নিউইয়র্কে করোনায় একদিনে পাঁচ বাংলাদেশির মৃত্যু বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত প্রায় ৩০ লাখ করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ছাড়াল আড়াই লাখ বিশ্বব্যাপী সুস্থ হয়ে ফিরলেন ৬৪ লক্ষাধিক স্কুল খোলার পর ভারতে ১৮৯ শিক্ষার্থী করোনায় আক্রান্ত SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: করোনায়প্রাণহানী ছাড়ালো দু’লাখবিশ্বব্যাপী