পাটকল শ্রমিকদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২০ পাটকল শ্রমিকদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ খুলনা অফিস ; করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় গতকাল শনিবার দুপুরে খুলনা দৌলতপুর রেলিগেটস্থ জুট প্রেস চত্বরে কর্মহীন পাটকল শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। সিটি মেয়র এক হাজার আটশত কর্মহীন পাটকল শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, বিজেএ’র চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, মুক্তিযোদ্ধা নূর ইসলাম বন্দ, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুস সালাম, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলীসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকালে খুলনা সিটি মেয়র পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় খালিশপুর প্লাটিনাম জুবলি জুট মিলসের ছয়শত পাটকল শ্রমিক, দৌলতপুর জুট মিলসের তিনশত ৮৪ শ্রমিক এবং ক্রিসেন্ট জুট মিলসের এক হাজার ২৭ কর্মহীন পাটকল শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। Share this:FacebookX Related posts: কর্মহীন লেদার শ্রমিকদের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ দুস্থদের মাঝে সিটি মেয়রের খাদ্য সামগ্রী বিতরণ দৈনিক কোটি টাকার পণ্য উৎপাদন বঞ্চিত খুলনার পাটকল গুলো খুলনায় কর্মসংকটে থাকা নিন্ম আয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় মাঝিদের মাঝে জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ বেনাপোল চেকপোস্টে ১৮১ কুলি লেবারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সিটি মেয়রের নিন্মআয়ের ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ বেনাপোলে অসহায় পরিবারের মাঝে ফায়ার সার্ভিসের খাদ্যসামগ্রী বিতরণ পাটকল শ্রমিক ও তাদের পরিবারের মাঝে সিটি মেয়রের আর্থিক চেক বিতরণ খুলনায় কর্মহীনদের মাঝে সিটি মেয়রের ত্রাণ বিতরণ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ সুন্দরবন থেকে ১৫ কেজি হরিণের মাংস, ৪টি পা ও মাথা উদ্ধার SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: খাদ্যসামগ্রী বিতরণপাটকলশ্রমিকদের মাঝেসিটি মেয়রের