সাপাহারে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য গুঁড়ো দুধ বিতরণ

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০

নওগাঁ প্রতিনিধি: সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য ইন্সট্যান্ট পূর্ণ ননিযুক্ত একটি করে গুঁড়ো দুধের প্যাকেট বিতরণ করেন উপজেলা নির্বাহী আফিসার কল্যাণ চৌধুরী।

করোনা ভাইরাস (কোভিট-১৯) এর প্রাদুর্ভাবজনিত কারণে জরুরী পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে ১২০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য ইন্সট্যান্ট পূর্ণ ননিযুক্ত ৪ গ্রামের একটি করে গুঁড়ো দুধের প্যাকেট বিতরণ করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী বলেন,করোনা মোকাবেলায় সরকার ঘোষিত সকল নিয়ম কানুন মেনে চলার পরামর্শ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারী মো: আবুল কাশেম,অভিভাবক সাংবাদিক তছলিম উদ্দীন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান,সকল শিক্ষক/শিক্ষিকা,অভিভাবক,ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।