দেশে নতুন করে আরও ৪১৪ আক্রান্ত,মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১২৭ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০ অনলাইন ডেস্ক : দেশে নতুন করে ৪১৪ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেল। এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৪১৪ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ১৮৬ জনে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ১৬ জন সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে তিনি বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত ১০৮ জন সুস্থ হয়েছেন। ব্রিফিংয়ে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৫৯ জনের। আর বিশ্বে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ লাখ ৩৭ হাজার ৩১৪ জনে। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৭ লাখ ১৪ হাজার ১৯৫ জন। Share this:FacebookX Related posts: পাসপোর্ট নিয়ে রোহিঙ্গাদের বিদেশযাত্রার কথা জানে না সরকার এনু-রুপনের বাসায় মিলল সাড়ে ২৬ কোটি টাকা, এক কেজি স্বর্ণালঙ্কার গণস্বাস্থ্যের কিটের ট্রায়াল স্থগিত সীমিত আকারে চলবে গণপরিবহন ত্রাণ বিতরণে অনিয়ম: আরও ১১ জনপ্রতিনিধি বরখাস্ত করোনায় মৃত্যুর মিছিলে আরও ৩৫ জন, নতুন শনাক্ত ২৪২৩ ছয় দফা বাঙ্গালীর “স্বাধীনতার সনদ” : শেখ হাসিনা ঢাকায় পৌঁছেছে চীনের মেডিকেল টিম ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক নাসিমকে শ্রদ্ধা জানাতে বনানীতে গেলেন ডা. জাফরুল্লাহ কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশে উন্নীত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর ‘কলাবাগানের ঘটনা চরম মাত্রার অপরাধ’ SHARES Matched Content জাতীয় বিষয়: