সন্ধ্যায় আন্তর্জাতিক ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০ অনলাইন ডেস্ক : দক্ষিণ এশিয়ার অর্থনীতির ওপর করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার বিষয়ক এক ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট বর্জ ব্র্যান্ডের স্বাগত ভাষণের মধ্য দিয়ে সম্মেলন শুরু হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. পুনম খেত্রপাল সিং COVID-19 পরিস্থিতি নিয়ে বিশেষ ব্রিফিং দেবেন। এছাড়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবা বিষয়ক প্রধান আরনাউড বার্নার্ট তাদের সংস্থার স্বাস্থ্যসেবা শাখার দিক থেকে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন। পরে সঞ্চালক অংশগ্রহণকারীদের মতামত দেয়ার আহ্বান জানাবেন। এতে অংশ নেবেন রিজিয়নাল অ্যাকশন গ্রুপ ফর সাউথ এশিয়ার সদস্যরা। এরপর বিশ্ব অর্থনৈতিক ফোরামের পক্ষ থেকে সারসংক্ষেপ ও পরবর্তী পদক্ষেপ তুলে ধরার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হবে। Share this:FacebookX Related posts: সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী দক্ষতার পরিচয় দিচ্ছে পুলিশ বাহিনী: প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে ঘিরেই আমার সব কার্যক্রম-প্রধানমন্ত্রী সরকারি শিল্প আলোর মুখ দেখে না : প্রধানমন্ত্রী নারীরা সকল ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রাখছেন : প্রধানমন্ত্রী ১৭ মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী করোনাকে সঙ্গী করেই জীবিকার জন্য কাজ চালু করতে হবে : প্রধানমন্ত্রী ভাদ্র মাসের বন্যার বিষয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী করোনাকালীন নির্দেশনা মানার সময় হয়েছে আবার : প্রধানমন্ত্রী ঢাকা থেকে পায়রাবন্দর পর্যন্ত রেললাইন নিয়ে যাব : প্রধানমন্ত্রী SHARES Matched Content জাতীয় বিষয়: আন্তর্জাতিকপ্রধানমন্ত্রীভার্চুয়াল সম্মেলনেযোগ দেবেনসন্ধ্যায়