করোনায় আরও ১০ মৃত্যু, নতুন শনাক্ত ৪৯২ জন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০ অনলাইন ডেস্ক ; গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ জনে। সোমবার দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এ সময় তার সঙ্গে ছিলেন অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ। নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৪৯২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৯৪৮ জনে।’ বুলেটিনে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬০৪টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে নতুন করে ৪৯২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৫ জন।’ বুলেটিনে ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ পিপিইসহ চিকিৎসা সামগ্রী গ্রহণ এবং তা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের মধ্যে বিতরণের তথ্য তুলে ধরেন। বুলেটিন উপস্থাপনকালে করোনার বিস্তাররোধে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। গত ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর। করোনা ভাইরাস প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে জরুরি সেবা ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এই ছুটি কয়েক দফায় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। Share this:FacebookX Related posts: করোনায় পিছিয়ে যেতে পারে এইচএসসি পরীক্ষা করোনায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ শেখ হাসিনার সমবেদনা: করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীকে দেশে করোনায় আরও দুজনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ৭০ করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯, আক্রান্তের সংখ্যা ৮৮ করোনায় প্রাণ গেলো আরও ৩৭ জনের করোনায় দীর্ঘ হচ্ছে লাশের মিছিল করোনায় মৃত্যুর মিছিলে আরও ৪১ জন করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে ৩৮ জন করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আক্রান্ত করোনায় আক্রান্ত ১০১৪ জন করোনায় আক্রান্ত ৪৪৩ জন SHARES Matched Content জাতীয় বিষয়: আরও ১০ মৃত্যুকরোনায়নতুন শনাক্ত ৪৯২ জন