পটুয়াখালী জেলা লকডাউন ঘোষণা

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

অনলাইন ডেস্ক ; পটুয়াখালী জেলাকে আজ সন্ধ্যা ৬ ঘটিকা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রত্যেককেই এই লকডাউন মেনে চলার জন্য অনুরোধ করেছেন জেলা প্রশাসক।

পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসমাম চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই ঘোষণা প্রদান করা হয়।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, সড়ক পথ, নৌপথ ও আকাশ পথে পটুয়াখালী জেলায় কেউ প্রবেশ ও বহিরাগমন নিষিদ্ধ করা হয়। আন্তঃ উপজেলা যাতায়াতের ক্ষেত্রও এই নিষেধাজ্ঞা থাকবে। তবে চিকিৎসা, খাদ্য সরবাহ, জরুরী পরিসেবা, ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ঔষধ শিল্প সংশ্লিষ্ট কর্মী ও যানবাহন ও সরকার কতৃক সময়ে সময়ে ঘোষিত অন্যান্য যাহবাহন এর বাহিরে থাকবে।

পটুয়াখালী এখন পর্যন্ত ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আরেজন চিকিৎসাধীন আছেন।