গৌরীপুরে শতভাগ লকডাউন সফল করতে পুলিশী প্রচেষ্টা অব্যাহত

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

কমল সরকার, গৌরীপুর ; ময়মনসিংহের গৌরীপুরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জারিকৃত লকডাউন কার্যক্রম সফল করতে পুলিশি প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পৌরশহরসহ উপজেলার বিভিন্ন সড়কজুড়ে প্রতিদিন প্রতিক্ষণে পুলিশের সরব উপস্থিতি ও টহল জোরদার করায় অপ্রয়োজনে সড়কে থাকা লোকজন ঘরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন খানসহ পুলিশ সদস্যদেরকে পৌরশহরের বিভিন্ন সড়কে মোবাইল ডিউটিতে সার্বক্ষণিক দেখা যায়।

পৌরশহরের বিভিন্ন সড়কে গিয়ে দেখা যায়, পুলিশ মাইকে বলছে ‘আপনারা ঘরে যান, নিরাপদে থাকুনথ। এরপরেও নানা অজুহাতে ঘর থেকে বেড়িয়ে আসছে লোকজন। অনেক সময় ঘর থেকে বেরিয়ে আসা লোকজনকে লাঠি দিয়ে ধাওয়া করেও ঘরে ফেরানো যাচ্ছে না।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন খান বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জীবনের চরম ঝুঁকি নিয়ে পুলিশ বাহিনী গৌরীপুর পৌরশহরসহ উপজেলার সবকয়টি হাট-বাজার ও সড়কে প্রতিক্ষণে অবস্থান করেও লকডাউন কার্যক্রম সম্পূর্ণ সফল করা যাচ্ছে না।কারণ মানুষ তাদের কথা না শুনে ও মৃত্যুর ভয় না করে অলি-গলি- রাস্তা- ঘাটে জটলা পাকিয়ে নিজেদের কাজ চালিয়েই যাচ্ছেন।