গৌরীপুরে বসেছিল যেন ঈদের হাট-বাজার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০ কমল সরকার’গৌরীপুর : ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১৮ এপ্রিল) হাটের প্রত্যেকটি বাজারে ছিলো উপচেপড়া মানুষের ভিড়। লোকারণ্যের কারণে পুরো বাজার ঈদের বাজারে পরিণত হয়। শহরের মাছমহাল,কাঁচাবাজার ও রাস্তার দুথপাশের বাজারগুলোতে দাঁড়ানোর বিন্দু মাত্র ঠাঁই ছিল না। প্রত্যেকটি দোকানে ছিলো । সামাজিক দুরত্বের জন্য এসব দোকানের সামনে প্রশাসনের মাইকিং করা কেউ যেন শুনছেই না। অপরদিকে শহরে সিংহভাগ দোকানগুলো ছিলো খোলা। রড-সিমেন্ট, টিন ও হার্ডওয়্যার সামগ্রীর দোকানগুলোতে লোকজনের উপস্থিতি ছিলো চোখেপড়ার মতো। দোকানীরা র্যাব ও পুলিশের অভিযানের ইমারজেন্সি সাইরেন শোনার সঙ্গে সঙ্গে শার্টার লাগিয়ে দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী চলে গেলেই আবারও মুর্হূতের মাঝে খুলে ফেলছেন দোকান। ‘চোর-পুলিশথ খেলার মতোই চলছিলো শহরের দোকানপাটের ব্যবসা। মাল নেয়া -আনা যাচ্ছে না এমন অজুহাতে রড ও টিনের দাম দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে দোকানিরা। শুধু সিমেন্ট রড নয় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও ছিলো আকাশচুম্বী। যে যেভাবে পারছে সেভাবেই দাম চাইছে। খবর পেয়ে ছুটে আসেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন খান। সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য তিনি শহরে মাইকিং শুরু করেন। উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য আহ্বান জানান। কথা না মানায় তিনি কয়েক জনকে জরিমানাও করেন। তবুও জনসমাগম ও দোকানপাট খোলা রাখার বিষয়টি ছিল ওপেন সিক্রেট। Share this:FacebookX Related posts: গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতের ৬ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন গৌরীপুরে অসহায়দের পাশে থানার অফিসার্স ইনচার্জ বোরহান উদ্দিন গৌরীপুরে খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ ১২০ জনকে সহায়তা প্রদান গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় গৌরীপুরে শিয়াল মারার বিদ্যুতবাহী ফাঁদে নারীর মৃত্যু গৌরীপুরে বিদ্যুতের কন্ট্রোল রুমে শ্রমিক অগ্নিদগ্ধ গৌরীপুরে ২৯৪ জনের মাঝে বিভিন্ন ভাতাবহি বিতরণ গৌরীপুরে খাদ্য সহায়তা পাবে ৬৩ হাজার পরিবার গৌরীপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন গৌরীপুরে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড পেলো ১০জন তরুণ-তরুণী গৌরীপুরে শুভ্র হত্যাকান্ডের মামলা ডিবিতে হস্তান্তর SHARES Matched Content দেশের খবর বিষয়: ঈদের হাট-বাজারগৌরীপুরেবসেছিল যেন