বেনাপোলে অসহায় পরিবারের মাঝে ফায়ার সার্ভিসের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসের দুর্যোগকালীন কর্মহীন দুস্থ অসহায় খেটে খাওয়া মানুষের সাহায্যার্থে আর্তমানবতার সেবায় বেনাপোল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর নিজ অর্থায়নে ১শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

শনিবার(১৮ই এপ্রিল) সকাল থেকে বেনাপোলের বিভিন্ন এলাকায় নিজেদের গাড়ি নিয়ে ১শ পরিবারের বাড়িতে গিয়ে এই খাদ্যসামগ্রী পোছে দেন বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা। বেনাপোল ফায়ার সার্ভিস ইনচার্জ তৌহিদুর রহমান তৌহিদ এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান।

বেনাপোল ফায়ার সার্ভিস ইনচার্জ বলেন,আমরা বেনাপোল ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স নিজেদের বেতনের টাকা দিয়ে ১শ পরিবারের মাঝে সামান্য একটু সহযোগীতা করার জন্য আমরা খাদ্যসামগ্রী বিতরণ করি।