মির্জাগঞ্জে দোকান খোলা রাখায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় পটুয়াখালীর মির্জাগঞ্জে পাঁচ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার সকালে উপজেলার সুবিদখালী বাজারে দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় পটুয়াখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মোহাম্মদ শোয়েব উক্ত জরিমানা করেন।

এর মধ্যে মামুন গার্মেন্টসকে ২ হাজার টাকা, মোল্লার টিভির দোকানে ১ হাজার টাকা, দুটি কাপড়ের দোকানে ১ হাজার ৫শত টাকা ও প্রশান্ত সাহার গার্মেন্টসের দোকানে ৫শত টাকাসহ মোট ৫ হাজার জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন,বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।