করোনায় দেশে নতুন মৃত্যু ১৫, শনাক্ত ২৬৬

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

অনলাইন ডেস্ক : করোনার থাবায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে। শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় যুক্ত ছিলেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ জনের। নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২৬৬ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৮৩৮ জনে।’

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ১৯০টি। এর মধ্যে ২৬৬ জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। নতুন করে ৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ জন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বহুতল ভবনে সংক্রমিতদের সঙ্গে দেখা সাক্ষাৎ না হলেও সংক্রমণ হচ্ছে। যার কারণে সংক্রমণের সংখ্যা দ্রুত বাড়ছে। এ অবস্থা থেকে রক্ষা পেতে লিফট, লিফটের বোতাম এবং বাসার প্রবেশ দরজার হ্যান্ডেল বার বার সেনিটাইজ করতে হবে।’

তিনি বলেন, ‘এখন পর্যন্ত করোনা শনাক্ত ১ হাজার ৮৩৮ জনের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন প্রায় ৫শ জন। অর্থাৎ, হাসপাতালে সেবা নিয়েছেন শতকরা ৩৩ ভাগ রোগী, বাকিরা হোম বা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সারাদেশে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সাপোর্ট নিয়েছেন ২৭ জন। অর্থাৎ প্রায় এক দশমিক ৮ শতাংশ রোগী আইসিইউ সাপোর্ট নিয়েছেন। এই হারে ১০ হাজার রোগী যদি আইসিইউ সার্পোট নেয় তাহলে ১৮০টি ভেন্টিলেটর সার্পোট লাগবে। এই সার্পোট একবারে লাগে না, এরপরও যদি দরকার হয় তাহলে এই সময়ের মধ্যে দেশের প্রতিটি হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে যা করোনা ভাইরাসের রোগীর জন্য বেশি প্রয়োজন।’