গৌরীপুরে ভূর্তুকি মুল্যে কৃষকের মাঝে কম্বাইন হারভেষ্টার বিতরণ

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০
গৌরীপুরে ভূর্তুকি মুল্যে কৃষকের মাঝে কম্বাইন হারভেষ্টার বিতরণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সরকারের ভূর্তুকি মুল্যে স্থানীয় দুই কৃষকের মাঝে ধান কাটার আধুনিক যন্ত্র জাপানের তৈরী ইয়ামান দুটি বড় কম্বাইন হারভেষ্টার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান স্থানীয় কৃষক কলতাপাড়ার তোফাজ্জল হোসেন ও টাঙ্গাটি গ্রামের আশরাফুল করিমের হাতে কম্বাইন হারভেষ্টারের চাবি তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, উপ সহকারি কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, হাবিবুল ইসলাম, সুখ রঞ্জন দাস, শরিফুল ইসলাম, সুমন চন্দ্র সরকার, সালমা আক্তার, অফিস সহকারি এনামুল হক প্রমুখ।

অফিস সহকারি এনামুল হক জানান, সরকারের পরিচালন বাজেটে কৃষি যন্ত্রপাতি সহায়তা কর্মসূচীর আওতায় এ দুটি কম্বাইন হারভেষ্টার বিতরণ করা হয়েছে। বিতরণকৃত এ দুটি যন্ত্রের মুল্য হচ্ছে ৫৬ লক্ষ টাকা। সরকার ৫০% ভূর্তুকিতে তা কৃষকদের মাঝে বিতরণ করেন।

উপ সহকারি কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, এর আগে এই যন্ত্রটি অন্য এলাকা থেকে ভাড়া করে এনে স্থানীয় কৃষকরা তাদের ধান কর্তন করতেন। এ উপজেলায় দুটি হারভেষ্টার বিতরণ করায় স্থানীয় কৃষকের কষ্ট লাঘব হবে।

তিনি আরো বলেন, এ আধুনিক কৃষি যন্ত্রের মাধ্যমে এক সঙ্গে ধান কাটা, মাড়াই, ঝাড়া ও বস্তাবন্দী করা হয়। এতে কৃষকের শ্রম, শ্রমিক, সময় ও অর্থের অনেক সাশ্রয় হয়ে থাকে। শ্রমিক সংকটের ফলে দিন দিন কৃষকের মাঝে এ যন্ত্রের চাহিদা বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।