ব্যাংক ম্যানেজার নিজেই দুস্থদের ভাতার টাকা বাড়িতে পৌঁছে দিচ্ছেন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২০ কমল সরকার, গৌরীপুর ; করোনা পরিস্থতিতে সারাদেশের মতো ময়মনসিংহের ফুলপুরবাসীও ঘরবন্ধী হয়ে পড়েছেন। বন্ধ হয়ে গেছে শহরে যানবাহন চলাচল। সীমিত পরিসরে রিকশা ও ইজিবাইক চলাচল করলেও গ্রামাঞ্চলে সেগুলোর দেখা মিলেনা। ফলে প্রত্যন্ত অঞ্চলের উপকারভোগীরা ব্যাংকে এসে সরাসরি বয়স্ক ও বিধবা ভাতার টাকা উত্তোলন করতে পারছেন না। আবার ব্যাংকে এসে ভীড় করলেও অসুবিধা ঘটতে পারে সামাজিক দূরত্বের। এমন পরিস্থিতিতে ফুলপুর সোনালি ব্যাংকের ম্যানেজার খায়রুল আলম তুহিন নিজেই ব্যাংক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে দরিদ্র উপকারভোগীদের বাড়ি বাড়ি গিয়ে ভাতার টাকা পৌঁছে দিচ্ছেন। জানা গেছে, ফুলপুর উপজেলায় ১ টি পৌরসভা ও ১০ টি ইউনিয়ন রয়েছে। এরমধ্যে পৌরসভা সহ পয়ারী, রহিমগঞ্জ ও ফুলপুর এই তিনটি ইউনিয়নে বয়স্ক ও বিধবা ভাতার টাকা ফুলপুর সোনালি ব্যাংক থেকে বিতরণ করা হয়। পৌরসভা সহ ওই তিন ইউনিয়নে বয়স্ক ভাতা পান ১২শ জন ও বিধবা ভাতা পান ৭শ ৫০ জন। করোনা ভাইরাস পরিস্থিতির পূর্বে বয়স্ক ও বিধবা ভাতার উপকারভোগীরা সরাসরি ব্যাংকে এসে টাকা উত্তোলন করতেন। কিন্তু চলমান করোনা ভাইরাস উদ্ভুত পরিস্থিতিতে এসব উপকারভোগীদের আর কষ্ট করে ব্যাংকে আসতে হচ্ছেনা। ব্যাংক কর্তৃপক্ষই (ম্যানেজার) বাড়ি বাড়ি ভাতার টাকা পৌঁছে দিয়ে আসছেন। Share this:FacebookX Related posts: মুজিববর্ষে গৌরীপুরে দিনব্যাপী দুস্থদের বিনামূল্যে চিকিৎসা সেবা গৌরীপুরে ঘুরে ঘুরে দুস্থদের শাক সবজি দিলেন যুবলীগনেতা গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শিক্ষক খুন, এলাকায় শোকের মাতম শ্বশুর বাড়িতে শিক্ষক খুন : খুনীদের বিচারের দাবিতে মদনে মানববন্ধন গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার তেলিগাতী সরকারি কলেজের গেইটের সামনে হাটু পানি গৌরীপুরে মাছের আরত ও চাষীপর্যায়ে মৎস্য মেলার উদ্বোধন বাঁচানো গেলো না উদ্ধার হওয়া হালুয়াঘাটের সেই নবজাতককে গৌরীপুর কাঁচা বাজার সমিতি গঠিত গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ সংরক্ষিত মহিলা পদে ১৪ ও কাউন্সিলর পদে ৪৩ মনোনয়ন পত্র জমা SHARES Matched Content দেশের খবর বিষয়: দুস্থদেরনিজেইবাড়িতে পৌঁছে দিচ্ছেনব্যাংক ম্যানেজারভাতার টাকা