নওগাঁ সদরে আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ১৭০ বস্তা ওএমএসের চাল জব্দ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০ নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলায় একজন ডিলারের বাড়ি ও স্থানীয় এক আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে খাদ্যবান্ধব র্কমসূচির ১৭২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজলো নির্বাহী র্কমর্কতা (ইউএনও) আব্দুল্লাহ-আল মামুন এ অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলার বর্ষাইল ইউনিয়নের খোলাবাজারে পণ্য বিক্রয় কর্মসূচির (ওএমএস) ডিলার আবু সাঈদ। তিনি বর্ষাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জোহার ভাতিজা। আবু সাঈদ তাঁর নিজ বাড়িতে এবং তাঁর শ্যালক আব্দুর রউফের বাড়িতে ওএমএসের চাল মজুত করে রেখেছেন এমন গোপন তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশের সহযোগিতায় গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঝাড়গ্রামে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ-আল মামুন। পরে সাঈদের বাড়িতে তল্লাশী চালিয়ে ১০ টাকা কেজি দরে বিক্রির ওএমএসের ৫২বস্তা চাল উদ্ধার করা হয়। এছাড়া উপজেলার মল্লিকপুর গ্রামে তাঁর শ্যালক ও বর্ষাইল ইউনিয়নের ৩ নম্বর ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফের বাড়িতে অভিযান চালিয়ে ওএমএসের আরও ১২০ বস্তা চাল উদ্ধার করা হয়। ডিলার আবু সাঈদ ও তাঁর শ্যালক আব্দুর রউফ পলাতক থাকায় তাঁদেরকে আটক করতে পারেননি থানা পুলিশ। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বর্ষাইল ইউনিয়ন আওয়ামী লীগরে সাবেক সভাপতি শাসসুজ্জোহার প্রভাব খাটিয়ে ওএমএসের ডিলার হন তাঁর ভাতিজা আবু সাঈদ। গত সোমবার ও গতকাল মঙ্গলবার বর্ষাইল বাজারে ওএমএসের পণ্য বিক্রয় কেন্দ্রের চাল বিক্রির র্কাযক্রম চলছিল। গতকাল সন্ধ্যায় স্থানীয় লোকজন ভ্যানে করে বিক্রয়কেন্দ্র থেকে চাল সরাতে দেখতে পান। স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। ওই তথ্যের ভিত্তিতে ডিলার সাঈদ ও তাঁর শ্যালক আব্দুর রউফের বাড়িতে অভিযান চালিয়ে মোট ১৭২ বস্তা চাল উদ্ধার করে উপজেলা প্রশাসন। এর আগে ওজনে কম দেওয়ায় ডিলার সাঈদের বিরুদ্ধে মানববন্ধন করেছিলেন ঐএলাকার উপকারভোগীরা। ডিলার আবু সাঈদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জোহা (ঘুটু) জানান, অভিযানের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। তাই এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না তিনি। ইউএনও আব্দুল্লাহ-আল মামুন বলেন, বর্ষাইল ইউনিয়নের ওএমএসের পণ্য বিক্রয়ের ডিলার ও তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে ১৭২ টি বস্তায় মোট ৫ হাজার ১০০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। চালগুলো উদ্ধার করে থানায় পাঠিয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ করে মজুত করার অভিযোগে মামলা করা হবে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) সোহরাওর্য়াদী হোসনে বলেন, অভিযুক্তরা পলাতক থাকায় তাঁেদর আটক করা সম্ভব হয়নি। তাঁেদর দ্রুত ধরার চেষ্টা চলছে বলে তিনি জানান। Share this:FacebookX Related posts: আত্রাইয়ে প্রকৃতি কন্যা সেজেছে গায়ে হলুদ বরণ সাজে হয় মাদক ছাড়তে হবে, নাহলে ঈশ্বরদীর মাটি ছাড়তে হবে-ফিরোজ কবীর নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি পিটু, সম্পাদক রব বগুড়া প্রেসক্লাবের সভাপতি নয়ন, সম্পাদক আরিফ বিদেশি রিভলবার ও গুলিসহ যুবক গ্রেফতার বড়াইগ্রামে অসহায়দের মাঝে নগদ অর্থ ও সেনিটাইজার বিতরণ নওগাঁ পৌরসভা এলাকার কর্মহীন ৫ হাজার লোকের মধ্যে টাকা বিতরণ জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক রাণীনগরের ড্রাগন যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে নওগাঁর মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বর্তমান স্বামীকে হত্যার অভিযোগে সাবেক স্বামী আটক অবশেষে শহীদ মিনার পেলো ঐতিহাসিক আটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় SHARES Matched Content দেশের খবর বিষয়: ১৭০ বস্তাআওয়ামী লীগ নেতার বাড়ি থেকেওএমএসের চাল জব্দনওগাঁ সদরে