গৌরীপুরে করোনাকালে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

কমল সরকার’গৌরীপুর : করোনাভাইরাস পরিস্থিতিতে সারাদেশের মতো ময়মনসিংহের গৌরীপুরবাসীও ঘরবন্দী হয়ে পড়েছেন। বন্ধ হয়ে গেছে শহরে যানবাহন চলাচল। দিনে সীমিত পরিসরে ইজিবাইক ও রিকশা চলাচল করলেও রাতে রোগী নেওয়া কিংবা জরুরি প্রয়োজনে কোন যানবাহন পাওয়া যায় না।

এমন পরিস্থিতিতে কেউ অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে স্থানীয় স্বেচ্ছেসেবী সংগঠন ‘এসো গৌরীপুর গড়িথ। ব্যাটারি চালিত একটি ইজিবাইককে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হবে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে গৌরীপুর পৌর শহরের ধানমহাল এলাকায় আনুষ্ঠানিকভাবে সংগঠনের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়।

জানা গেছে, করোনা ভাইরাস পরিস্থিতিতে গৌরীপুরে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি। করোনা প্রতিরোধে সচেতনমূলক লিফলেট বিলি, স্বাস্থ্য সুরক্ষায় সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ এবং কর্মহীন ও দুস্থদের বাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। এরই ধারাবাহিকতায় এবার ইজিবাইক দিয়ে ফ্রি রোগী পরিবহন সেবা চালু করা হয়েছে। এজন্য রাখা হয়েছে একজন চালক। এদিকে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা পেতে হটলাইন চালু করেছে সংগঠনটি। হটলাইন নম্বর-০১৭৭৬১৯৫১৬৫।

জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগী কিংবা অসুস্থ কাউকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রয়োজন হলে হটলাইনে যোগাযোগ করলেই অ্যাম্বুলেন্স বাড়িতে পৌঁছে যাবে। এক্ষেত্রে কোনো ভাড়া লাগবে না। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত এক টানা ১২ ঘণ্টা এ সেবা চালু থাকবে। সংগঠনের সমন্বয়ক আবু কাওসার চৌধুরী রন্টি জানিয়েছেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে রাতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। তাই রাতে কেউ অসুস্থ হলে হাসপাতালে নেওয়ার জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আপাতত একটি গাড়িতে শুধু পৌরসভায় এ সেবা চালু করেছি। ফান্ড বাড়লে একাধিক গাড়ি নিয়ে সারা উপজেলায় এ সেবা চালু করা হবে।ফ্রি অ্যাম্বুলেন্স চালুকালে শেখ মো. বিপ্লব, সুপক রঞ্জন উকিল, শংকর ঘোষ পিলু তৌহিদুল আমিন তুহিন, এইচটি তোফাজ্জল, শুভংকর ঘোষ মিঠুসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।