করোনায় ডাক্তারের মৃত্যুতে বিএমএ’র শোক

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

অনলাইন ডেস্ক : সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। বুধবার সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডাক্তার মো. ইহতেশামুল হক চৌধুরী এক বিবৃতিতে এ শোক জানান । বিবৃতিতে মঈন উদ্দীনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা।

বুধবার ভোরে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ডা. মঈন উদ্দীন ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান,পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. মঈন উদ্দীন সিলেটে করোনা যুদ্ধে প্রথম শ্রেণির যোদ্ধা ছিলেন। তিনি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। গত ৫ এপ্রিল তার শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়।