রাণীনগরে ঢিল ছোঁড়াকে কেন্দ্র করে মারপিট ও বাড়ী ঘরে হামলার অভিযোগ

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২০

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ীতে ঢিল ছোঁড়াকে কেন্দ্র করে মারপিট ও বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ উঠেছে। এসময় হামলাকারীরা নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ উঠেঠে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার বেলঘড়িয়া মধ্যপাড়া গ্রামে।

হামলার সিকার মৃত আব্বাছ আলীর ছেলে কফিল উদ্দীন (৫৫) জানান, দীর্ঘদনি আগে থেকে প্রতিবেশি জসিম উদ্দীনের ছেলে সৈয়দ আলীর সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। এরই জ্বের ধরে শনিবার রাত অনুমান আটটায় বাড়ীতে ঢিল ছোঁড়তে থাকে। ঢিল ছোঁড়তে নিষেধ করায় সৈয়দ আলীর সাথে বাকতিন্ডা বাধে। এসময় সৈয়দ আলীর লোকজন কফিল উদ্দীনের বাড়ীতে হামলা চালিয়ে মারপিট করতে থাকে।

এতে কফিল উদ্দীনের ছেলের বউ পাপিয়া (৩০) ও নাতি সোহাগ (১১) আহত হয়। হামলকারীরা এসময় বাড়ীতে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে এবং প্রায় ৪৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি করেছেন কফিল উদ্দীন। আহত পাপিয়া ও নাতি সোহাগকে রাতেই রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। এঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন কফিল উদ্দীন।

তবে হামলার বিষয়কে অস্বীকার করে সৈয়দ আলীর মেয়ে সুমি প্রামানিক জানান,আমার বাবা-মা অসুস্থ্য । এধরনের কোন ঘটনা ঘটেনি।
রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন,বেলঘড়িয়া গ্রামে মারপিট বা হামলার কোন ঘটনা জানান নেই। তাছাড়া কোন লিখিত অভিযোগ দিয়েছে কিনা তাও আমার মনে নেই ।